ময়মনসিংহে গানপাউডার দিয়ে ট্রেনের বগিতে আগুন
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৯ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিটে দাঁড়িয়ে থাকা জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে গানপাউডার ও পেট্রোল ব্যবহার করে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আনসার সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন। তাদের ধাওয়ায় পালিয়ে যায় নাশকতাকারীরা।
বুধবার (১৯ নভেম্বর) ভোরে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের ওয়াশপিট এলাকায় এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের আগুনে বগিটির কয়েকটি সিটের আংশিক অংশ পুড়ে যায়। এছাড়া বগির ভেতরে আরও কিছু সিটে গানপাউডার জাতীয় মিশ্রণ ছড়িয়ে থাকতে দেখা গেছে।
ময়মনসিংহ রেল স্টেশন সুপার আব্দুল্লাহ আল হারুন বলেন, “রেলওয়ে নিরাপত্তা বাহিনীর তাৎক্ষণিক সাহসী ভূমিকার ফলে দুর্বৃত্তদের অপচেষ্টা নস্যাৎ করা সম্ভব হয়েছে। বর্তমানে ট্রেন চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক।”
ময়মনসিংহ সিআরপি থানার ওসি আখতার হোসেন জানান, রাতের অন্ধকারের সুযোগে নাশকতার উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত ট্রেনে গানপাউডার ও পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তবে আনসার সদস্যদের নজরে পড়ায় তারা ধাওয়া করলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, স্টেশন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং নাশকতার চেষ্টা সংক্রান্ত ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
বর্তমানে ময়মনসিংহ জংশন রেলস্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
সিটিজিপোস্ট/জাউ




