পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই তরুণের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. রাকিব (২১) ও মো. জিহাদ (২০)। তারা কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকজন বন্ধু মিলে তারা কক্সবাজার থেকে রাঙামাটির সাজেক যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা মাছ বোঝায় ট্রাকের সাথে তাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়।
“এসময় ছিটকে পড়ে ট্রাক চাপায় ঘটনাস্থলে তাদের মৃত্যু হয়।”
ওসি জানান, দুর্ঘটনা কবলিত ট্রাক জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে চালক ও সহকারীকে।
স্থানীয়ভাবে জানা যায়, ছয় বন্ধু তিনটি মোটর সাইকেলে রাতে কক্মবাজার থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা করেন। পথে রাকিব ও জিহাদের মোটর সাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েন।
ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গে থাকা দুই মোটর সাইকেলের আরোহী সেটিকে ধাওয়া করে। লামার আজিজনগর এলাকা থেকে ট্রাকটিকে আটকিয়ে পুলিশে সোপর্দ করেন তারা।