মিয়ানমারে চলমান গৃহযুদ্ধ এখনো বন্ধ হয়নি। বিভিন্ন প্রদেশে জান্তা সরকারের সাথে বিদ্রোহিদের সংঘর্ষ বেশ জোরালোভাবে চলছে। গৃহযুদ্ধের এমন পরিস্থিতিতে গত ১৮ আগস্ট ২০২৫ মিয়ানমারের নির্বাচন কমিশন দেশটির সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করে। ভোট গ্রহণ শুরু হবে ২৮ ডিসেম্বর। এরপর ধাপে ধাপে ভোট অনুষ্ঠিত হবে।
এরমধ্যেই ডিসেম্বরের ২৮ তারিখের সাধারণ নির্বাচনে ১২১টি টাউনশিপে ভোট হবে না বলে ঘোষণা করেছে জান্তা সরকারের নির্বাচন কমিশন। এসব অঞ্চলে চলমান গৃহযুদ্ধ নিয়ন্ত্রণে না আসায় এ স্বীদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
সে ১২১টি টাউনশিপে রয়েছে কাচিন রাজ্যের চারটি, কারেনি রাজ্যের তিনটি, চিন রাজ্যের চারটি, সাগাইং অঞ্চলের দশটি, মাগওয়ের পাঁচটি, মান্দালের তিনটি, রাখাইনের দশটি এবং শান রাজ্যের ১৭টি টাউনশিপ।
কমিশনের দাবি, এসব এলাকায় সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের মতো পরিবেশ নেই। এলাকাগুলো মূলত নিয়ন্ত্রণ করছে বিভিন্ন জাতিগত সশস্ত্র গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও তাদের মিত্ররা।
যদিও এ তালিকায় নেই আরাকান আর্মি নিয়ন্ত্রিত দক্ষিণ রাখাইনের থান্দ্ওয়ে, তাউনগুপ, আন জেলা ও গওয়া টাউনশিপ।
মিয়ানমারে ২০২১ সালের সেনা অভ্যুত্থানের পর থেকে অং সান সু চি কারাবন্দী রয়েছেন এবং দেশটির বিশাল এলাকা সেনাদের নিয়ন্ত্রণের বাইরে। জান্তা সরকার নির্বাচন আয়োজন করলেও জাতিসংঘের একজন বিশেষজ্ঞ একে ‘প্রতারণা’ আখ্যা দিয়েছেন এবং বলেছেন, এটি সামরিক শাসন আড়াল করার কৌশল।
প্রথম ধাপে ৩৩০টির মধ্যে ১০২টি টাউনশিপে ভোট হবে। যার মধ্যে রয়েছে নেপিডোর সব টাউনশিপ ও ইয়াঙ্গুনের এক–চতুর্থাংশ এলাকা, যেখানে প্রায় ৭০ লাখ মানুষ বাস করে। তবে রাখাইনে ১৭টির মধ্যে মাত্র ৩টি টাউনশিপে ভোট হবে, কারণ বেশিরভাগ এলাকা আরাকান আর্মির দখলে।
সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০২০ সালে, যেখানে সু চির দল ভূমিধস জয় পেয়েছিল। এরপর সেনাবাহিনী জালিয়াতির অভিযোগ তুলে ক্ষমতা দখল করে। বর্তমানে ভোটবিরোধী বিক্ষোভ বা সমালোচনার জন্য সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
২০ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ ভ্রমণে কানাডা নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরে গেলে কানাডার নাগরিকদের স্বাভাবিকের তুলনায় বেশি সতর্ক থাকতে হবে। এ জন্য দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে ‘হলুদ সংক...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
১৬ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
বাংলাদেশ ভ্রমণে কানাডা নিজ দেশের নাগরিকদের জন্য উচ্চমাত্রার সতর্কতা জারি করেছে কানাডা সরকার। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশটির সরকারি ওয়েবসাইটের ভ্রমণ বিভাগে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ সফরে গেলে ...