ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে চাই: আনোয়ারায় উপদেষ্টা ফারুক-ই-আজম

সিটিজি পোস্ট প্রতিবেদক

আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১ অক্টোবর, ২০২৫

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ গড়তে চাই: আনোয়ারায় উপদেষ্টা ফারুক-ই-আজম

সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, "ধর্মমত নির্বিশেষে বহুকাল ধরে আমরা বাঙালিরা দূর্গোৎসব উদযাপন করে আসছি। সে হিসেবে সনাতনীদের জন্য এটি দূর্গাপূজা হলেও সমাজের জন্য এটি দূর্গোৎসব। এবার সুন্দরভাবে দুর্গোৎসব চলে এসেছে শেষ পর্যায়ে, তা শেষ পর্যন্ত সুন্দরভাবে থাকবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতি বন্ধনে দেশকে এগিয়ে নিতে চাই। আমরা এমন একটি দেশ গড়তে চাই যা আগামীর ভবিষ্যতে সুন্দরভাবে থাকবে।"

বুধবার (১ অক্টোবর) দুপুরে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজার কচিকাঁচা পূজা মণ্ডপ এবং রামকৃষ্ণ-সারদা সেবাশ্রম পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, "২৪-এ আন্দোলনে বাঙালী ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। এ বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। সবাই একসাথে থাকবে।"

এসময় অন্যান্যদের মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের অধীন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল পালিত, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উমা খান কাফি, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর মিত্র ও সাধারণ সম্পাদক প্রদীপ ধরসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা বীর প্রতীক ফারুক-ই আজম পূজামণ্ডপ পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির ধরে রাখার আহ্বান জানান।

সিটিজিপোস্ট/ এসএইচএস

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ