জাপানের বিমানবন্দরে ধরা পড়েছে নকল পাকিস্তানি ফুটবল দল। ২২ জন পাকিস্তানি নাগরিককে অবৈধভাবে জাপানে প্রবেশ করানোর চেষ্টা করছিল একটি মানব পাচারচক্র। তাদেরকে ফুটবল খেলোয়াড় সাজিয়ে নিয়ে যাওয়া হয়।
পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) জানিয়েছে, মানব পাচারের উদ্দেশ্যে খেলাধুলাকে আড়াল হিসেবে ব্যবহার করতে চেয়েছিল চক্রটি। পাকিস্তানের জিও নিউজসহ বিভিন্ন শীর্ষ গণমাধ্যমে এই তথ্য প্রকাশ হয়েছে।
এফআইএ জানায়, চক্রটির মূলহোতা মালিক ওয়াকাস ‘গোল্ডেন ফুটবল ট্রায়াল’ নামে ভুয়া একটি ক্লাব নিবন্ধন করেছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, এর আগেও ২০২৪ সালের জানুয়ারিতে একই কৌশলে ১৭ জনকে জাপানে পাঠানো হয়েছিল।
তদন্তে উঠে এসেছে, এই মানব পাচারচক্র প্রত্যেক ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৪০ লাখ রুপি করে নিয়েছিল। এরপর তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে এমনভাবে প্রস্তুত করা হয়েছিল, যাতে তারা পেশাদার ফুটবলার বলে মনে হয়। কিন্তু জাপানের বিমানবন্দরে জাল নথিপত্র ধরা পড়ে যায়।
বিমানবন্দর কর্তৃপক্ষ সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ শুরু করে এবং পরে সত্য উদঘাটিত হয়। এরপর ২২ জনকে পাকিস্তানে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়।