রাঙামাটির কাপ্তাইয়ে এক শিক্ষকের বেত্রাঘাতে অষ্টম শ্রেণির দুই ছাত্রী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আহত শিক্ষার্থীরা হলেন রিনি চাকমা ও অংমেচিং মারমা।
জানা গেছে, সোমবার (২৫ আগস্ট) দুপুরে কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। শ্রেণিকক্ষে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ওয়াশরুমে যাওয়ার অনুমতি নিয়ে কয়েকজন ছাত্রী ফিরে আসার পর শিক্ষক রাজন বড়ুয়া প্রথমে তাদের কান ধরে শাস্তি দেন। পরে বেত্রাঘাত করলে দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। সহপাঠীরা দ্রুত তাদের কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি করান।
আহতরা অভিযোগ করে বলেন, স্যার বিনা কারণে আমাদের এভাবে মারধর করেছেন। আমরা এর বিচার চাই।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে গিয়ে ছাত্রীদের খোঁজ নিয়েছি। কেন এ ধরনের অপ্রত্যাশিত ঘটনা ঘটল তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কাপ্তাই উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) নেলী রুদ্র জানান, বিষয়টি জানার পর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।