উৎসবমুখর আয়োজনে পিসিআইইউ ফ্যাশন ডিজাইনারস ক্লাবের ‘স্পোর্টস ফিয়েস্তা ২০২৫’ সম্পন্ন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৬ অক্টোবর, ২০২৫

উৎসবমুখর আয়োজনে পিসিআইইউ ফ্যাশন ডিজাইনারস ক্লাবের ‘স্পোর্টস ফিয়েস্তা ২০২৫’ সম্পন্ন

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগের উদ্যোগে ক্রীড়া উৎসব ‘স্পোর্টস ফিয়েস্তা ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) নগরীর একটি স্পোর্টস কমপ্লেক্সে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এ উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মফজল আহমেদ।

তিনি বলেন, খেলাধুলা শুধু আনন্দের উৎস নয়, এটি শিক্ষার্থীদের মনোবল, নেতৃত্বগুণ ও সহযোগিতার মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্যাশন ডিজাইনারস ক্লাবের এই আয়োজন শিক্ষার্থীদের মানসিক বিকাশে নতুন উদ্দীপনা যোগাবে বলে আমি বিশ্বাস করি।

বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক সৈয়দা নাজনীন আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাশেদ খান মিলন।

সভাপতির বক্তব্যে সৈয়দা নাজনীন আহসান বলেন, ‘স্পোর্টস ফিয়েস্তা ২০২৫’ আমাদের শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন ও স্মরণীয় আয়োজন। খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্ব, দলগত চেতনা ও ইতিবাচক মনোভাব গড়ে ওঠে, যা ভবিষ্যতে তাদের সফলতা অর্জনে সহায়ক হবে।

উৎসবে ছেলেদের জন্য ছিল ফুটবল প্রতিযোগিতা, আর মেয়েরা অংশ নেয় লুডু, মার্বেল দৌড়, মেমোরি গেম ও মিউজিক্যাল চেয়ারে।

অনুষ্ঠান শেষে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। উৎসবের সার্বিক ব্যবস্থাপনায় ছিল পিসিআইইউ ফ্যাশন ডিজাইনারস ক্লাবের বর্তমান নির্বাহী সদস্যবৃন্দ।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রামক্যাম্পাস