সেলুনে চুল কাটতে গিয়ে ঢাকায় গ্রেপ্তার কক্সবাজারের যুবলীগ নেতা মোনাফ
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৮ অক্টোবর, ২০২৫

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও জেলা যুবলীগের নেতা আব্দুল মোনাফ সিকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর একটি সেলুনে চুল কাটার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গত ৬ মে সকালে কক্সবাজার শহরে যুবলীগের একটি ঝটিকা মিছিল বের হয়, যদিও সংগঠনটির কার্যক্রম তখন নিষিদ্ধ ছিল। প্রায় ২০ থেকে ২৫ জনের ওই মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় মোনাফকে। পরে মিছিলের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এছাড়া সম্প্রতি ঢাকায় আওয়ামী লীগের একটি মিছিলে অংশ নিয়ে নিজের ফেসবুক আইডিতে ভিডিও পোস্ট করেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ‘‘মোনাফ ২৪ এর গণঅভ্যুত্থানে ছাত্রজনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি।’ আব্দুল মোনাফ সিকদারের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় ৪টি ছাত্র হত্যার মামলা এবং আরও ৭টি অন্যান্য মামলা রয়েছে।’’
এছাড়া, সম্প্রতি তিনি ঢাকায় বিভিন্ন সরকারবিরোধী মিছিল ও বিক্ষোভে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের এক কর্মকর্তা সিটিজি পোস্ট-কে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও নাশকতার পরিকল্পনা সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী অভিযান পরিচালনা করা হবে।”
.jpg&w=3840&q=75)



