আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩০ নভেম্বর, ২০২৫

আদালত অবমাননার অভিযোগে বিএনপি নেতা ফজলুর রহমানকে ট্রাইব্যুনালে তলব

আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির হতে নির্দেশ দিয়েছে। আগামী ৮ ডিসেম্বর তাকে ট্রাইব্যুনাল-১–এ সশরীরে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার রায়ের প্রেক্ষিতে একটি টক শোতে আপত্তিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

রবিবার শুনানি শেষে ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়। এসময় আদালত কঠোর মন্তব্য করে জানায় আদালত রাষ্ট্রের অংশ, ফজলুর রহমানের বক্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল।

প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম গত বুধবার ট্রাইব্যুনালে এ অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, টক শোতে ফজলুর রহমান মন্তব্য করেন,“এই কোর্টের গঠনপ্রক্রিয়া বলে, এই কোর্টে বিচার হতে পারে না। এই কোর্টে যারা বিচার করছেন, আমার ধারণা এই ট্রাইব্যুনালের বিচার মানি না।”

বিতর্কিত মন্তব্যের জেরে গত ২৬ আগস্ট বিএনপি তাকে তিন মাসের জন্য দলীয় সব পদ থেকে স্থগিত করেছিল। পরে কিশোরগঞ্জ-৪ (ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম) আসনে তাকে প্রাথমিক মনোনয়ন দেয় দলটি।

ক্যাটাগরি:
রাজনীতি