উত্তর গুয়াপঞ্চকে 'সার্বজনীন শারদীয় একতা সংঘের' সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
আনোয়ারা প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১ অক্টোবর, ২০২৫

আনোয়ারা উপজেলার উত্তর গুয়াপঞ্চকে সার্বজনীন শারদীয় একতা সংঘের আয়োজনে অনুষ্ঠিত সঙ্গীত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে উত্তর গুয়াপঞ্চক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি সুজন দে ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জুয়েল দে।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির পরিচালক ও সাংবাদিক সুমন শাহ। প্রধান অতিথি ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক জাহিদ হৃদয় ও জাবেদুল ইসলাম।
বক্তারা বলেন, "এ ধরনের সাংস্কৃতিক আয়োজন নতুন প্রজন্মকে সৃষ্টিশীল কর্মকাণ্ডে উৎসাহিত করে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখে। সঙ্গীত প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।"
সিটিজিপোস্ট/ এসএইচএস




