পোলভল্টে আবারও নতুন ইতিহাস গড়লেন সুইডিশ কিংবদন্তি মন্ডো ডুপ্লান্টিস। টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬.৩০ মিটার উচ্চতা টপকে ভেঙে দিলেন নিজের গড়া আগের বিশ্ব রেকর্ড।
গত মাসে হাঙ্গেরির বুদাপেস্ট মিটে ডুপ্লান্টিস ৬.২৯ মিটার উচ্চতা টপকে রেকর্ড গড়েছিলেন। তবে টোকিওতে আরও একধাপ এগিয়ে নতুন উচ্চতা ছুঁলেন তিনি।
৬.১৫ মিটার উচ্চতা টপকে স্বর্ণপদক নিশ্চিত করার পর রেকর্ড ভাঙতে নামেন ডুপ্লান্টিস। অবশেষে ৬.৩০ মিটার অতিক্রম করে বিশ্ব রেকর্ডের পাশাপাশি পোলভল্টে শ্রেষ্ঠত্বও ধরে রাখলেন তিনি।
টোকিওতে রৌপ্য জিতেছেন গ্রিসের ইমানৌয়েল কারালিস (৬.০০ মিটার) এবং ব্রোঞ্জ পেয়েছেন অস্ট্রেলিয়ার কার্টিস মার্শাল (৫.৯৫ মিটার)।