চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন
মহানগর ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৬ নভেম্বর, ২০২৫

চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলিতে অবস্থিত এইচবি পোশাক কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল পৌনে ১০টার দিকে কারখানার নিচতলায় থাকা গুদামে হঠাৎ আগুন দেখা দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রাম বিভাগের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ''ছয়তলা বিশিষ্ট এই কারখানার নিচতলার গুদামে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।''
এদিকে, এর মাত্র কয়েক ঘণ্টা আগে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম নগরীর কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আরও একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কয়েক ঘণ্টার প্রচেষ্টায় সেটিও নিয়ন্ত্রণে আসে।




