শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ দেশে কোনো আতঙ্ক নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মৃত্যুদণ্ডাদেশে দেশে কোনো ধরনের আতঙ্ক নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৭ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখানে আমি কোনো আতঙ্ক দেখতে পাচ্ছি না। সবাই স্বাভাবিকভাবে এদিক-ওদিক চলাফেরা করছেন। আমি তো কোথাও কোনো ধরনের আতঙ্ক লক্ষ্য করিনি।”

তিনি আরও বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সতর্ক অবস্থানে আছে।

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় ঘোষণার পর দেশজুড়ে পরিস্থিতি নিয়ে বিভিন্ন আলোচনা হলেও সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়