বান্দরবানের পথে যে যাত্রা ছিল আনন্দের, তা শেষ হলো মৃত্যুতে

সিটিজি পোস্ট প্রতিবেদক

পটিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

বান্দরবানের পথে যে যাত্রা ছিল আনন্দের, তা শেষ হলো মৃত্যুতে

স্বামী ও শিশুসন্তানকে নিয়ে বান্দরবানের পাহাড়ে ঘুরতে যাচ্ছিলেন ফজিলাতুন্নেছা। অনেক দিনের ইচ্ছে ছিল একবার প্রকৃতির কাছাকাছি যাওয়া, সবুজ পাহাড়ের কোলে ছুটি কাটানো। কিন্তু সেই আনন্দভ্রমণ শেষ হলো মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে।

সোমবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় প্রাণ হারান এই তরুণী গৃহবধূ।

নিহত ফজিলাতুন্নেছা (২৮) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা। স্বামী আলিমুজ্জামান সুজন ও শিশুসন্তানসহ বান্দরবান যাচ্ছিলেন তারা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, সকালবেলায় মোটরসাইকেলে ফজিলাতুন্নেছা, তার স্বামী ও শিশুসন্তান পটিয়ার দিকে যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে যান ফজিলাতুন্নেছা। এরপর বাসের চাকা গিয়ে পিষে দেয় তার মাথা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক পালিয়ে যায়।

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছি। ঘাতক বাস ও চালককে শনাক্তে কাজ চলছে।”

হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্তম্ভিত স্বজন ও পথচারীরা। বান্দরবানের পথে যে যাত্রা ছিল আনন্দের, সেটি শেষ হলো এক মায়ের মৃত্যুর শোকে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম দক্ষিণ