চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির ৩৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ৩ নভেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক তৎপরতা আরও জোরদার করতে ৩৭ সদস্যের সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আকতার হোসেন এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ঘোষিত কমিটিতে আইনজীবী, ব্যবসায়ী, প্রকৌশলীসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত আগামী তিন মাস দায়িত্ব পালন করবে।
কমিটিতে প্রধান সমন্বয়কারী করা হয়েছে মুহাম্মদ হাসান আলীকে। যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন সৈয়দ ইমরান, অ্যাডভোকেট মো. মিরাজ মিয়া, মো. সাজ্জাদ হোসাইন, মাহবুবে আবেদীর, প্রফেসর ড. মহিউদ্দীন, সিফাত হোসাইন, মো. মাশফিকুর রহমান চৌধুরী মিশকাত, উম্মে হানি জেরিন, প্রকৌশলী মো. হাবিব উল্লাহ এবং আবদুল্লাহ আর হাসান। এছাড়া ২৬ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
ঘোষিত কমিটির যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান বলেন, “আহ্বায়ক কমিটি গঠিত না হওয়া পর্যন্ত এই কমিটি তিন মাস দায়িত্ব পালন করবে। বিগত ১০ বছর ধরে আওয়ামী সরকারের বিরুদ্ধে সক্রিয়ভাবে রাজনীতি করায় নানা হয়রানি, হুমকি ও মিথ্যা মামলার শিকার হয়েছি। কমিটি ঘোষণার পরও একটি পক্ষ আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।”
তিনি অভিযোগ করেন, “ফ্যাসিবাদী আমলের রাজনৈতিক মামলাকে এনসিপির তরুণ নেতৃত্বকে দমন করার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে রাজনৈতিক কুচক্রীমহল।”
কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, “দলের আস্থা ও দায়িত্বের মর্যাদা রক্ষা করে সকল সহকর্মীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামীর রাজনৈতিক পথচলায় কাজ করে যাব।”



.jpg%3Fv%3D1762095936217&w=3840&q=75)
