কক্সবাজারের উখিয়ায় চাকরিচ্যুত শিক্ষকদের পুনর্বহালের দাবিতে সড়ক অবরোধ করলে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় সাবেক সমন্বয়ক জিনিয়া, নওশাদ, শিক্ষক নেতা শামীমসহ অন্তত ৩০ জনকে পুলিশ হেফাজতে নিয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৮ আগস্ট) সকাল ৮টার দিকে উখিয়া ডিগ্রি কলেজের সামনে থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়। প্রায় চার ঘণ্টা ধরে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক অবরুদ্ধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং হাজারো মানুষ ভোগান্তিতে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শিক্ষকরা মহাসড়কে বসে অবস্থান নেন। একপর্যায়ে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে পুলিশ লাঠিচার্জ চালালে বেশ কয়েকজন শিক্ষক আহত হন।
আন্দোলনকারীদের অভিযোগ, ‘তিন মাস আগে হঠাৎ করেই শতাধিক শিক্ষককে চাকরিচ্যুত করা হয়। এরপর থেকে তারা পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। বারবার আশ্বাস দেওয়া হলেও সমস্যার সমাধান হয়নি। বাধ্য হয়েই তারা সড়ক অবরোধ করতে বাধ্য হয়েছেন।’
এ বিষয়ে আন্দোলনরত এক শিক্ষক বলেন, ‘আমরা বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েছি। কিন্তু শুধু আশ্বাস ছাড়া কিছুই পাইনি। পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। তাই আজ সড়কে নামতে বাধ্য হয়েছি।’
অপরদিকে, নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা জানান, মহাসড়ক অবরোধের কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছিল। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নিয়েছেন।
এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে এখনো পর্যন্ত আন্দোলনকারীরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেননি।
এ ব্যাপারে জানতে বারবার চেষ্টা সত্ত্বেও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোসেনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রসঙ্গত, উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয় বাংলাদেশি শিক্ষকরা দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রমে যুক্ত ছিলেন। তবে অর্থ সংকটের কারণ দেখিয়ে ইউনিসেফসহ কয়েকটি এনজিও সম্প্রতি ১ হাজার ২০০-এর বেশি শিক্ষককে চাকরিচ্যুত করে। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা আন্দোলনে নামেন।
সিটিজিপোস্ট/এসএমএফ
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা সড়ক অবরোধ করলে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের দাবি, তালিকা প্রণয়নের অর্থ আসন্ন উচ্ছেদ কার্যক্রম।...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৭ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
কক্সবাজার পৌরসভার সমিতিপাড়া এলাকায় পুনর্বাসনের জন্য সরকারিভাবে তালিকা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে আবারও বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাজারো মানুষ সমিতিপাড়া থেকে শহরের প্রধান সড়কে নেমে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা স...