আগস্ট-সেপ্টেম্বরে বড় বন্যার শঙ্কা
আগস্টের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের শুরুর দিকে দেশে বড় ধরনের বন্যার শঙ্কা রয়েছে । আবহাওয়া বিষয়ক বিশ্লেষণে বলা হয়েছে, ২০২০ সালের পর এ ধরনের দেশব্যাপী বর্ষাকালের স্বাভাবিক বন্যা আর দেখা যায়নি। ২০২২ সালে সিলেট বিভাগে এবং ২০২৪ সালে চট্টগ্রাম বিভাগে যে বন্যা হয়েছিল, তা ছিল পাহাড়ি ঢল বা ফ্লাশ-ফ্লাড।
বিশ্লেষকদের মতে, বর্ষাকালের স্বাভাবিক বন্যা বলতে বোঝায় ভারতের গঙ্গা নদী অববাহিকা হয়ে পদ্মা নদীতে প্রবাহিত পানির কারণে উপকূলবর্তী জেলা প্লাবিত হওয়া এবং তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বেড়ে সংশ্লিষ্ট জেলার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যাওয়া। এ বছরও এমন পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রাক্কলন অনুযায়ী, ২০২৫ সালের আগস্টের ১৫ তারিখের পর থেকে সেপ্টেম্বরের ১০ তারিখের মধ্যে পদ্মা, যমুনা, তিস্তা ও ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী ২০ থেকে ৩০টি জেলা বন্যার পানিতে প্লাবিত হতে পারে। এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদন প্রকাশ করেছে আবহাওয়া ডট কম।
সিটিজি পোস্ট/ এসএইচএস