চট্টগ্রাম রেলস্টেশনের মাদক সিন্ডিকেটের প্রধান ‘ডাইল রাজীব’ গ্রেপ্তার
শনিবার সিটিজি পোস্টে রাজীবের মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়
নিজস্ব প্রতিবেদক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১১ অক্টোবর, ২০২৫
_(26).jpg&w=3840&q=75)
চট্টগ্রাম রেলস্টেশনের মাদক সিন্ডিকেটের অন্যতম প্রধান রাজীব দাস ওরফে ‘ডাইল রাজীব’কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।
আজ শনিবার (১১ অক্টোবর) সিটিজি পোস্টে রাজীবের অনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নগরীর সিআরবি এলাকা থেকে তাকে আটক করা হয় ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, রাজীব দাস দীর্ঘদিন ধরে রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাকে গ্রেপ্তারের মাধ্যমে এই অঞ্চলে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও মাদক ও অন্যান্য অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
স্থানীয়দের মতে, রাজীব দাসের গ্রেপ্তারের ফলে রেলস্টেশন এলাকায় মাদক ব্যবসা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং এলাকায় শান্তি ফিরে আসবে।
উল্লেখ্য, শনিবার (১১ অক্টোবর) সিটিজি পোস্টে রাজীবের মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।
সিটিজিপোস্ট/এমএইচডি

.jpg&w=3840&q=75)

.png&w=3840&q=75)
.png&w=3840&q=75)