চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম মিঠুর সাথে পটিয়ায় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে পটিয়া পৌর সদরের একটি রেস্তোরাঁয় উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য মোহাম্মদ বদরুল খায়ের চৌধুরী।
সভায় সাইফুদ্দিন সালাম মিঠু বলেন, “আমি আমার বাবার হাত ধরেই রাজনীতিতে এসেছি। ছাত্র রাজনীতি শেষে স্বেচ্ছাসেবক দলের দায়িত্ব পালন করেছি। বর্তমানে দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে কাজ করছি। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের আলোকে পটিয়াকে উন্নয়নের রোল মডেল হিসেবে গড়তে চাই।”
তিনি আরও বলেন, “অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যুব সমাজের অগ্রগতি এবং মাদকমুক্ত মানবিক সমাজ গঠন আমার মূল লক্ষ্য।”
গত ১৫ বছরে পটিয়ার অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মিঠু অভিযোগ করেন, “ফ্যাসিস্ট এমপি পটিয়াকে শিক্ষার আলোকিত জনপদে রূপান্তর করার পরিবর্তে মাদকের আখড়ায় পরিণত করেছেন। আমি চেষ্টা করব পটিয়াকে এই মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করতে।”
দলের স্বার্থকে সর্বাগ্রে রাখার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, “আমি মনোনয়ন প্রত্যাশী হলেও দল যদি আমাকে মনোনয়ন না দেয়, তবুও যাকে মনোনয়ন দেবে তার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি সংসদ সদস্য না হলেও প্রতিশ্রুতি অনুযায়ী সব সময় পটিয়ার মানুষের পাশে থেকে কাজ করব।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন: আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহেদুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আলমগীর তালুকদার টিপু, ডা. সাজ্জাদ ওসমান, প্রকৌশলী রেজাউল হায়াত খান আবীর, এ্যাডভোকেট আবদুস সবুর, শিক্ষক সাদাউদ জামান চয়ন, ডা. ফয়সাল, উপজেলা বিএনপির সংগঠক ফরিদুল আলম, পৌর বিএনপির সংগঠক ইদ্রিস পানু, বিএনপি নেতা বেলাল হোসেন, সাইফুল ইসলাম খোকন, এস এম হোসেন টুটুল, মিশকাত আহমেদ, বাহাদুর খাদেমী, জাহাঙ্গীর আলম, মনছুর শরীফ, তসলিম উদ্দিন, ফজলুল হক চুমকু, মোস্তফা মোরশেদ, জমির উদ্দিন আজাদ, মো. শামীম, আবদুর রাজ্জাক, শহীদুল ইসলাম মাজু, মো. শাহীন, মো. জিসান, মো. রিদোয়ান, আপেল, আনিস, জমির, সুজন, আরিফ, মোরশেদ, দিদার, মো. শাহেদ, আজিজসহ প্রমূখ।
সিটিজিপোস্ট/ এসএইচএস
২ অক্টোবর, ২০২৫
আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্নিয়তের শাসন জরুরি। কুরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠার মাধ্যমে প্রকৃত শান্তি ও অর্থনৈতিক মুক্তি সম্ভব হবে।...
২ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
১ অক্টোবর, ২০২৫
২ অক্টোবর, ২০২৫
আনোয়ারায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সমাবেশে বক্তারা বলেছেন, "জুলাই বিপ্লবের স্বপ্ন থেকে সরকার দূরে সরে গেছে। সরকার দুই তিনটি দল নিয়ে ক্ষমতা ভাগাভাগির মোহে ডুবে আছে। ক্ষমতার ভাগাভাগির এই রাজনীতি জনগন মেনে নেবে না। ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সুন্ন...