রাঙামাটির বাঘাইহাটে কয়েকদিন ধরে টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সড়কের নিচু অংশ পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটন শহর সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গেছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল থেকে সাজেক-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে সাজেক ভ্যালিতে অবস্থানরত কয়েক শতাধিক পর্যটক সেখানে আটকে পড়েছেন।
তবে সীমিতভাবে কিছু পর্যটক বাঁশের ভেলা ও ছোট নৌকার মাধ্যমে পারাপার হচ্ছেন। বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে ভ্রমণে এসেছেন, তারা কষ্টে হলেও ফিরে যেতে পারছেন। কিন্তু যারা ব্যক্তিগত গাড়ি বা মাইক্রোবাস নিয়ে এসেছেন, তারা বাধ্য হয়ে সাজেকেই অবস্থান করছেন, কারণ পানির উচ্চতা কমার আগ পর্যন্ত তাদের পক্ষে ফিরে যাওয়া সম্ভব নয়।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন, “মাচালং বাজারের পাশে সড়কে প্রায় ৫ থেকে ৬ ফুট পানি উঠেছিল, যা এখন কিছুটা কমেছে। কিন্তু এখনও কোনো যানবাহনের চলাচল সম্ভব হচ্ছে না।” তিনি জানান, বুধবার নতুন করে বাঘাইহাট বাজারের পাশের নিচু সড়ক অংশও পানিতে ডুবে গেছে।
সাজেক এলাকার ইউএনও শিরিন আক্তার বলেন, “বৃষ্টিপাত না হলে পরিস্থিতি দুপুরের পর থেকে স্বাভাবিক হয়ে আসতে পারে। ইতোমধ্যে হোটেল-মোটেল মালিকদের সঙ্গে সমন্বয় করে পর্যটকদের সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চলছে, যেন তারা কোনো অসুবিধার সম্মুখীন না হন।”
সাজেক বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায় এমন পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তা ও সেবার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।