রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৭ অক্টোবর, ২০২৫

রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. এটিএম রেজাউল করিমের সঙ্গে উপজেলা কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ডা. এটিএম রেজাউল করিম বলেন, “ছাত্রজীবন থেকেই আমার রাজনীতির হাতেখড়ি। কোনো উত্তরাধিকার বা পারিবারিক ঐতিহ্য নয়, আমি উঠে এসেছি এই মাটির গভীর থেকেই। তাই আমি এই মাটির সঙ্গে রক্তের বন্ধনে আবদ্ধ। সেই দায় থেকেই বলছি, আমি কোনো একক দলের প্রার্থী নই। আমি জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার প্রার্থী। আমার একটাই পরিচয়, আমি এই মাটির সন্তান। পেশাগত কারণে বহুদিন ধরে রাঙ্গুনিয়াবাসীর সঙ্গে মেলামেশার সুযোগ পেয়েছি। চেষ্টা করেছি সবাইকে একই পরিবারের সদস্য হিসেবে সেবা দিতে, সবাইকে সমানভাবে দেখতে।”

তিনি আরও বলেন, স্বাধীনতার বিগত ৫৪ বছরে রাঙ্গুনিয়াবাসী বহুবার জন প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেয়েছে। আমি কারও সমালোচনা করতে চাই না। নির্বাচিত প্রতিনিধিরা রাঙ্গুনিয়ার উন্নয়নে চেষ্টা করেছেন—আমরা তাঁদের কাজকে শ্রদ্ধার সঙ্গে মূল্যায়ন করি। তারপরও আমি মনে করি, রাঙ্গুনিয়ার গ্রামীণ এলাকা এখনো কাঙ্ক্ষিত উন্নয়নের ছোঁয়া পায়নি। আয়তন ও জনসংখ্যার বিচারে এ উপজেলা বড় নয়, তবু প্রাকৃতিক সম্পদে এটি সমৃদ্ধ। কিন্তু তার সুফল জনগণ পুরোপুরি ভোগ করতে পারেনি।

এসময় তিনি সাংবাদিকদের সামনে মরিয়মনগর থেকে রাণীরহাট পর্যন্ত ডিসি রোড প্রশস্তকরণ, চট্টগ্রাম-কাপ্তাই সড়ক চার লেনে উন্নীত করা, শিক্ষার মানোন্নয়ন ও কারিগরি শিক্ষা বিস্তারে নতুন শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, বয়স্ক শিক্ষা চালু, জনগণের বিনোদনের জন্য পার্ক ও অবকাশ কেন্দ্র নির্মাণ, গোডাউন সেতুর সংস্কার, লিচুবাগান-রাইখালী সেতু দ্রুত নির্মাণ, কর্ণফুলী নদীর ভাঙন রোধে বালু লুট বন্ধ করা, উপজেলা হাসপাতাল আধুনিকায়ন, দক্ষিণ ও উত্তর রাঙ্গুনিয়ায় দুটি ১০ বেডের সরকারি হাসপাতাল স্থাপন, গুমাইবিল সুরক্ষা, চন্দ্রঘোনা দোভাষী বাজারকে পৌরসভায় উন্নীত করা, এবং ঘুষ-দুর্নীতি রোধে পদক্ষেপ গ্রহণসহ নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, উপজেলা আমির মাওলানা হাসান মুরাদ, নায়েবে আমির মাওলানা শওকত হোসাইন, সেক্রেটারি জেনারেল মাস্টার কামাল উদ্দিন, উপজেলা শিক্ষক ফেডারেশন সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন, মিডিয়া, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা শিবির সভাপতি ওয়াহিদুল ইসলাম, সদর শিবির সভাপতি মো. কুতুব উদ্দিন, উপজেলা যুব বিভাগের আহ্বায়ক সরোয়ার হোসাইন, যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন বাবু, এবং নির্বাচনী প্রচার সম্পাদক মাস্টার হোসাইন উদ্দিন।

সিটিজিপোস্ট/এমএইচডি

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তররাজনীতি