চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পদে ডা: আইয়ুব নবীর যোগদানে আপত্তি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সাবেক সমন্বয়করা। ডা: আইয়ুব নবীকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার যোগদানকে কেন্দ্র করে পটিয়ায় শান্তি-শৃঙ্খলা বিনষ্টের আশঙ্কা করছেন তারা।
আজ ৮ সেপ্টেম্বর (সোমবার) উক্ত বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্রদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান বরাবর লিখিত অভিযোগ দেন সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী।
অভিযোগ পত্রে বলা হয়, "জুলাই গণঅভ্যুত্থানে হামলাকারী সন্ত্রাসীদের নামে পটিয়া থানায় বিভিন্ন মামলা করা হয়েছে। অনেক আসামি গ্রেফতার হলেও অনেকেই পলাতক আছেন। এর মধ্যে আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করেছি জুলাই গণঅভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদের দোসর এবং ছাত্র-জনতার উপর হামলাকারীদের সাথে গত ১৭ বছর যাদের উঠানামা ছিলো এবং সরকারি পেশায় নিয়োজিত থেকে যারা অপরাজনীতিতে যুক্ত ছিলো ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছিলো। তাদেরকে পুনরায় স্ব-পদে বহাল রেখে ছাত্র-জনতার রক্তের সাথে বেঈমানী করা হচ্ছে। আন্দোলন চলাকালীন সময়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা গুলিবিদ্ধ করেন এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে গুরুতর আহত করেন।
এমতাবস্থায়, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্র-জনতার ক্ষোভের মুখে ফ্যাসিবাদের দোসর ডা. আইয়ুবকে বদলী করা হলেও গত ০৪/০৯/২০২৫ তারিখ স্মারক নং ৪৫,০১,০০০০,০০০,০০৪.২৫.০০০২.২৫.৬০-৮২০ এর জারিকৃত একটি প্রজ্ঞাপনে তাকে পুনরায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বপদে বহাল করা হয়। যা পটিয়াতে জুলাই গণঅভ্যুত্থান শক্তিদের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। সে সাথে এই প্রহসনমূলক প্রজাপন ঘৃণাভরে প্রত্যাখান করেছে পটিয়ার বিপ্লবী ছাত্র জনতা।
সে সাথে লক্ষ্য করছি যে, ডাঃ আইয়ুব নবীর স্ব-পদে বহালের আদেশ পটিয়াতে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে।
চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সাবেক সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকী বলেন বলেন, "ডাঃ আইয়ুব নবী ইতিপূর্বে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় এক বছর আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জনতার ক্ষোভের মুখে তাকে বদলি করা হলেও সম্প্রতি একটি প্রজ্ঞাপনে তাকে স্বপদে বহাল রাখা হয়। যা অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে। এই প্রহসনমূলক প্রজ্ঞাপন ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে পটিয়ার বিপ্লবী ছাত্র-জনতা। আমরা মনে করছি, পটিয়া মেডিকেলে ডাঃ আইয়ুব নবীকে স্বপদে বহালের আদেশ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। ডাঃ মুহাম্মদ আইয়ুব নবীকে (কোড-১২৪৫৭৫) পটিয়া মেডিকেলে বদলির আদেশ স্থগিত করার অনুরোধ রইলো।"
তিনি আরোও বলেন, "ফ্যাসিবাদের দোসরদের কোথাও বরদাশত করা হবে না। ফ্যাসিবাদীদের ঘনিষ্ঠ এক ডাক্তারের বিরুদ্ধে আমরা লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন।"
এ বিষয়ে জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানুর রহমান বলেন, "একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।"
উল্লেখ্য, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে ডা: আইয়ুব নবীর যোগদানের সংবাদে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বইছে। আওয়ামীলীগ নেতাদের সাথে তার ঘনিষ্ট ছবি ফেসবুকে পোস্ট করে অনেকেই প্রতিবাদ জানাচ্ছেন। কতৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণ করা না গেলে অবস্থা বেগতিক হবে বলে আশংকা করা হচ্ছে সংশ্লিষ্ঠ মহলে।
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজউল্লাহ্ এ তথ্য জানান। তিনি বলেন, এ আয়োজ...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সক...