ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করে।
ফলাফলে দেখা গেছে, এবারের ডাকসু নির্বাচনে ভিপি, জিএস পদসহ অধিকাংশ পদেই চট্টগ্রামের শিক্ষার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে বাঁশখালী উপজেলা থেকে ডাকসুর হল সংসদে ভিপি পদে দুইজন, একজন জিএস ও একজন সদস্য পদে জয়ী হয়েছেন।
ডাকসুর হল সংসদে নির্বাচিত দুইজন ভিপি হলেন সূর্যসেন হলের আজিজুল হক এবং বিজয় ’৭১ হলের হাসান আল বান্না। অন্যদিকে পল্লীকবি জসীম উদ্দিন হল সংসদের জিএস পদে জয়ী হয়েছেন মাসুম আব্দুল্লাহ এবং শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন ইমরুল ফয়েজ রাফসান।
চূড়ান্ত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রামের বিজয়ী প্রার্থীরা হলেন—সহ-সভাপতি (ভিপি) পদে সাতকানিয়ার মো. আবু সাদিক (সাদিক কায়েম), সাধারণ সম্পাদক (জিএস) পদে লোহাগাড়ার এস এম ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মহেশখালীর ফাতেমা তাসনিম জুমা, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে সাতকানিয়ার উম্মে ছালমা। এছাড়া কার্যকরী সদস্য পদে পার্বত্য চট্টগ্রামের সর্ব মিত্র চাকমা, হেমা চাকমা এবং সাতকানিয়ার রায়হান উদ্দীন ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে জয়লাভ করেছেন।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর রাতভর ভোটগণনা ও প্রাথমিক ফল প্রকাশের পর বুধবার সকালে আনুষ্ঠানিক ফল ঘোষণা করে ডাকসুর নির্বাচন কমিশন।
এবার ডাকসু নির্বাচনে ২৮টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। অন্যদিকে বাকি পাঁচটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী ছিলেন। ১৮টি হল সংসদে ১৩টি পদে নির্বাচন হয়েছে, যেখানে প্রার্থী ছিলেন ১,০৩৫ জন। মোট ভোটার ছিলেন ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্র হলের ভোটার ২০,৯১৫ এবং ছাত্রী হলের ভোটার ১৮,৯৫৯ জন।
সিটিজিপোস্ট/এসএমএফ
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজউল্লাহ্ এ তথ্য জানান। তিনি বলেন, এ আয়োজ...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সক...