চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আলী হোসেন ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলামের উপর ছাত্রদল কর্তৃক হামলার অভিযোগ উঠেছে। এঘটনায় কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. মিশকাতুল ইসলাম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদরের জয়কালী বাজারস্থ ওয়ালটন প্লাজার সামনে এই ঘটনা ঘটে।
অভিযুক্তরা হলেন, আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক তারেক জিয়া (২৫), মোহাম্মদ শাওন (২২), মোহাম্মদ মাহিন (২৩), মোঃ সিফাত (২২), মোঃ জাবেদ (২২)। তারা সবাই আনোয়ারা কলেজ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত এবং দায়িত্বশীল।
অভিযোগ সূত্রে মিশকাত জানান, আমরা উপজেলার জয়কালী বাজারস্থ ওয়ালটন প্লাজার সামনে ছিলাম। হঠাৎ অভিযুক্তরা এসে আমাদের পরিচয় জিজ্ঞেস করে আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন ও জুয়েলের কাছে যেতে বলে। এসময় আমাদের ব্যস্ততার কথা জানিয়ে তাদের সাথে ফোনে যোগাযোগ করার বিষয়ে জানায়। তৎক্ষনাৎ অভিযুক্তরা দেশীয় অস্ত্রস্বত্র নিয়ে আমাদের উপর এলোপাতাড়ি হামলা করে। এবং কলেজে গেলে আমাদের হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
ঘটনার প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম জেলা পশ্চিমের ছাত্রশিবিরের সেক্রেটারি ফরমানুর জাহিন বলেন, ৫ আগস্টের পর যখন তরুণরা নতুন ধারার রাজনীতি করতে চায় সেখানে ছাত্রদলের নেতাকর্মীরা শক্তি প্রয়োগ করতে চায়। এটি দুঃখজনক। আজকে তারা আমাদের দুই নেতার উপর হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।
আনোয়ারা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বোরহান উদ্দিন বলেন, আমরা কলেজের ভর্তি কার্যক্রমে ছিলাম, কলেজে এই ধরণের কোনো ঘটনা ঘটেনি, কলেজের বাইরে কোনো ঘটনা হয়েছে কি-না সেটা আমার জানা নেই।
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, এমন একটি ঘটনায় দুই জনকে হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রিলিজ দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, বিষয়টি আমি শুনেছি, একপক্ষ অভিযোগ করেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে রাত ৮টায় উপজেলা সদরে হামলার প্রতিবাদে উপজেলা ও আনোয়ারা সরকারি কলেজ ছাত্রশিবিরের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সিটিজিপোস্ট/এমএইচডি
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোলাম নবী হাইলধর ইউনিয়নের ৩নং ওয়ার্ড কুনিরবিল গ্রামের মৃত মুন্সী বৈদ্যর ছেলে। বর্তমানে তিনি রাজনৈতিক কা...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির মিছিলে হামলা মামলার এজাহারভুক্ত আসামি হাইলধর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম নবীকে (৫০) আটক করেছে পুলিশ।শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত গোল...