সম্প্রতি অনুষ্ঠিত ডাকসু নির্বাচন নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস মিয়া বলেন, " ডাকসু নির্বাচন একটি পাতানো নির্বাচন ছিলো। তারা আগে ছিলো ছাত্রলীগ, এখন হয়েছে ছাত্রশিবির। লীগ আর শিবির মিলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার জন্য তারা এক হয়েছে। জাতীয়তাবাদী শক্তি কোনোদিন পরাজিত হবে না।"
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল পটিয়া উপজেলা ও পৌরসভা'র উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বেচ্ছাসেবক দল তাদের ঐতিহাসিক ভূমিকা পালন করে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে। বিএনপির অন্যতম সহযোগী সংগঠন হিসেবে দেশের জন্য স্বেচ্ছাসেবকদল দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছাসেবক দল না থাকলে বিএনপির আন্দোলন পরিচালনা কঠিন হয়ে যেত। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তরুণ নেতৃত্ব। তরুণদের সংগঠিত করতে আমাদের কাজ করতে হবে। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়ো। আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করতে হবে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব জমির উদ্দিন চৌধুরী মানিকের সঞ্চালনায় পটিয়ার স্থানীয় 'হল ওকে' সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ওয়াহিদুর রহমান বানি, বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জেড আই কামাল, বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, আব্দুস সবুর, মাসুদ সিকদার, মুরাদুল আলম, মাইনুদ্দীন মনির, আলী হায়দার হিরুসহ প্রমুখ।
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মিলিত হয়। এতে অংশ নেন বারশত ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের সচেতন নাগরিকরা। মানববন্ধনে বক্তারা বলেন, ম...
১২ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারশত ইউনিয়নে মাদকের ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে মাদক বিরোধী র্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বারশত গ্রামে একটি র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কালিবাড়ি বাজার মোড়ে এসে মানববন্ধনে মি...