উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪ লক্ষ ৪০ হাজার টাকা
চট্টগ্রামের পটিয়ায় সাড়ে চার লাখ টাকার গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে 'র্যাব-৭'। বুধবার রাত প্রায় সাড়ে ১০টায় পটিয়া সদরের মুন্সেফ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: কুমিল্লার সদর দক্ষিণ থানার বস্তুপুর এলাকার মোঃ জামালের পুত্র মোঃ রনি (৩৮) এবং চৌদ্দগ্রাম থানার নাটাপাড়া এলাকার ফটিক মিয়ার পুত্র মোঃ কামাল (৩৭)
জানা গেছে, তারা কক্সবাজারগামী একটি পিকআপে ট্রিপলের নীচে সবজির ভেতরে ৩টি পাটের বস্তায় ৪৪ কেজি গাঁজা পাচার করতে যাচ্ছিল। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪,৪০,০০০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে চান্দগাঁও ক্যাম্পের টহল টিম মুন্সেফ বাজার কালী মন্দিরের সামনে তাদের গ্রেফতার করে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) যুৎসু যশ চাকমা জানান, "গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালতে সোপর্দ করা হয়েছে।"
সিটিজিপোস্ট/ এসএইচএস