বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন মামলার আসামির কারাগারে মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৪ অক্টোবর, ২০২৫

বাকলিয়া এক্সেস রোডে জোড়া খুন মামলার আসামির কারাগারে মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আবুল কালাম (৪৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তবে নিহতের পরিবার অভিযোগ করেছে, আবুল কালামকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। অন্যদিকে কারা কর্তৃপক্ষ বলছে, তিনি স্বাভাবিক অসুস্থতার কারণেই মারা গেছেন।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, “রাতে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে কারা হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”

জানা গেছে, চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোড এলাকায় এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গোলাগুলির ঘটনায় ২ জন নিহত হওয়ার পর দায়ের হওয়া মামলায় আবুল কালাম ছিলেন এজাহারভুক্ত ৫ নম্বর আসামি। ঘটনার পর তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল।

নিহতের স্ত্রী গোলজাহান বেগম অভিযোগ করেন, “আমার স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। পরিকল্পিতভাবে বাদী পক্ষের সঙ্গে যোগসাজশ করে কারাগারের ভেতরেই তাকে হত্যা করা হয়েছে। কয়েকদিন আগেই দেখা হয়েছিল, তখন সে পুরোপুরি সুস্থ ছিল।”

তিনি সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ক্যাটাগরি:
চট্টগ্রাম