গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা হামলা, গাড়িতে আগুন

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩ নভেম্বর, ২০২৫

গোপালগঞ্জে গণপূর্ত অফিসে পেট্রোল বোমা হামলা, গাড়িতে আগুন

আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত বিভাগের অফিসে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের নিক্ষিপ্ত বোমায় অফিসের একটি সরকারি গাড়িতে আগুন ধরে যায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে শহরের মডেল স্কুল রোডে অবস্থিত গণপূর্ত অফিসে এ ঘটনা ঘটে।

গণপূর্ত অফিস কর্তৃপক্ষ জানায়, ভোরে অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি অফিস প্রাঙ্গণে কয়েকটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এতে একটি গাড়িতে আগুন ধরে যায়। পরে কর্মচারীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। ঘটনাটি মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

অফিসের নিরাপত্তা প্রহরী আব্দুর রহিম বলেন, “ভোরে হঠাৎ কয়েকজন এসে পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়। একটি গাড়িতে আগুন ধরে যায়। আমরা চিৎকার শুনে ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলি।”

এদিকে, ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সার্বিক পরিস্থিতি থমথমে রয়েছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

সূত্র:টিবিএস

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়