রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

সিটিজি পোস্ট প্রতিবেদক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

রাঙ্গুনিয়ায় অস্ত্রসহ যুবক গ্রেফতার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া থানার কোদালা ইউনিয়ন থেকে গিয়াস উদ্দিন (২১) নামে এক যুবককে অস্ত্রসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনীর একটি বিশেষ টিম।

মঙ্গলবার (৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার গিয়াস উদ্দিনের বাড়ি কোদালা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ধোপাঘাট (মুন্সীবাড়ী) এলাকায়। অভিযানের সময় তার দেখানো মতে ঘরের খাটের নিচ থেকে ১টি দেশীয় তৈরি পিস্তল আকৃতির পাইপগান, ১টি কার্তুজের খোসা, ১টি স্টিলের এসএস পাইপ, ১টি বড় কিরিচ, ২টি দা, ২টি দেশীয় ছুরি এবং একটি বিদেশী ধারালো ছুরি উদ্ধার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের সুপার মো. সাইফুল ইসলাম সানতু বিপিএম-বার এর নির্দেশে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ সাব্বির মোহাম্মদ সেলিমের নেতৃত্বে এসআই হিমাংশু চন্দ্র সূত্রধর ও সঙ্গীয় ফোর্স অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ক্যাটাগরি:
চট্টগ্রাম উত্তর