নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

সিটিজি পোস্ট প্রতিবেদক

পেকুয়া প্রতিনিধি | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৪ নভেম্বর, ২০২৫

নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

কক্সবাজারের পেকুয়া উপজেলায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে পড়ে প্রাণ হারিয়েছে মোহাম্মদ রাইয়ান (৭) নামের এক শিশু।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শিলখালী ইউনিয়নের বারবাকিয়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত রাইয়ান শিলখালী ইউনিয়নের জারুলবনিয়া এলাকার দক্ষিণ জুমপাড়া গ্রামের মোহাম্মদ কাউছারের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ নানুকে দেখতে মা’কে সঙ্গে নিয়ে বারবাকিয়া এলাকায় নানাবাড়িতে আসে রাইয়ান। সকালে নানু ডাক্তার দেখাতে বের হলে, রাইয়ান মাকে জানায় যে সে দোকান থেকে নাস্তা কিনতে যাবে। কিছুক্ষণ পর স্থানীয়রা দেখতে পান, বাড়ির পাশের পুকুরে রাইয়ান ভাসছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিকেলে আসরের নামাজের পর শিলখালী ইউনিয়নের জারুলবনিয়ার দক্ষিণ জুমপাড়া কবরস্থান সংলগ্ন মাঠে রাইয়ানের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে দক্ষিণ জুম কবরস্থানে দাফন করা হয়।

অকালপ্রয়াত রাইয়ানের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রিয় শিশুটিকে হারিয়ে স্বজন ও প্রতিবেশীরা কান্নায় ভেঙে পড়েছেন।

ক্যাটাগরি:
কক্সবাজার