৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ৯ অক্টোবর, ২০২৫

৮ দফা দাবিতে ১৩ অক্টোবর বান্দরবানে হরতালের ডাক দিয়েছে পার্বত্য নাগরিক পরিষদ

পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন- ১৯০০ বাতিলসহ ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১৩ অক্টোবর বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বান্দরবান শহরের হোটেল গ্র্যান্ড ভ্যালি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কাজী মজিবর রহমান এই কর্মসূচির ঘোষণা দেন। এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের বান্দরবান জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক নুরুল আবসার, ও দপ্তর সম্পাদক মো. জালাল।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ব্রিটিশ আমলের পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি-১৯০০ একটি প্রহসনমূলক আইন, যা বর্তমানে এই অঞ্চলের জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এ আইন বাতিল করে সংবিধান অনুযায়ী তিন পার্বত্য জেলার শাসন ব্যবস্থা চালুর দাবি জানায় নাগরিক পরিষদ।

সংগঠনের ঘোষিত ৮ দফা দাবিগুলো হলো: পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি ১৯০০ বাতিল করে সংবিধানের আলোকে শাসন ব্যবস্থা চালু করা। জমি ক্রয়-বিক্রয়, চাকরি ও শিক্ষায় রাজার সনদ বাতিল করা। অন্যান্য জেলার মতো পার্বত্য জেলাগুলোতে ভূমি ব্যবস্থাপনা চালু করা। বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ ৯৯ বছরে উন্নীত করা এবং বন্ধ থাকা ব্যাংক ঋণ চালু করা । পরিবেশবান্ধব ইটভাটা, কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান চালু করে কর্মসংস্থান সৃষ্টি । প্রত্যাহারকৃত ২৪৬টি সেনা ক্যাম্প পুনঃস্থাপন করে নিরাপত্তা জোরদার। অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি, গুম, খুন, ধর্ষণ বন্ধ এবং সন্ত্রাসী গ্রেপ্তার. শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা, চাকরি সহ সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে সমান অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, এসব দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকায় পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ নানা ধরনের দুর্ভোগের শিকার হচ্ছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, হরতালের পরও দাবি আদায় না হলে পর্যায়ক্রমে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে অবরোধসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
পার্বত্য চট্টগ্রাম