বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ: টেকনাফে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১১ অক্টোবর, ২০২৫

বিদেশে পাঠানোর প্রলোভনে অপহরণ: টেকনাফে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিদেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে তিন তরুণকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা করেছিল একটি মানবপাচার চক্র। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে টেকনাফে অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার (১০ অক্টোবর) সকালে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার লেঙ্গুরবিল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন টেকনাফের হাতিয়ার ঘোনা এলাকার আক্তার হোসেন (৩৪), উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প-৪ এর বাসিন্দা মো. হামিম (২১) এবং উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প-১৯ এর আরাফাত উল্লাহ (২৬)।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, তিন তরুণ চাকরির প্রলোভনে টেকনাফে গেলে একটি চক্র তাদের অপহরণ করে আটক রাখে এবং মুক্তিপণ দাবি করে। পরে সুযোগ বুঝে তারা পালিয়ে র‌্যাবের শরণাপন্ন হন ও বিস্তারিত অভিযোগ দেন।

অভিযোগের ভিত্তিতে র‌্যাব গোপন তথ্যের সূত্র ধরে চিরুনি অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। তবে আরও চারজন সহযোগী পালিয়ে গেছে বলে জানিয়েছে র‌্যাব।

ভুক্তভোগী মো. মেহেরাজ উদ্দিন (১৯) বাদী হয়ে ঘটনাটির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

ক্যাটাগরি:
কক্সবাজার