আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ বলেছেন, "আমরা চাই সকলে মিলেমিশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন করুক। এক্ষেত্রে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমি সকলকে অনুরোধ করছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে পূজা মণ্ডপ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। এমন কার্যকলাপে আইনানুগভাবে দমন করা হবে। পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আমরা সব ধরনের সহযোগিতা করবো তবে এক্ষেত্রে তাঁদেরও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানাচ্ছি।"
সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় থানা সংলগ্ন মাঠে আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত আনোয়ারা থানা পুলিশের সাথে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, "পূজা মণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক থাকবে। সকল পূজা মণ্ডপে নিয়মিত টহল ও পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।"
এ সময় অন্যান্যদের মধ্যে আনোয়ারা উপজেলার বিএনপি সাবেক সভাপতি মোশাররফ হোসেন, আনোয়ারা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার আব্দুল গণি, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঞ্জুর উদ্দিন চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জোবায়েরুল আলম মানিক, দক্ষিণ জেলা বিএনপির সদস্য মাষ্টার রফিক, জাগির আহমদ, আবুল মনসুর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সরওয়ার হোসেন মাসুম, আনোয়ারা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ ধর, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক দিবাকর বড়ুয়া, সদস্য সচিব রাহুল ধরসহ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের দায়িত্বশীল এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস