রাস্তায় গাছ ফেলে নিষিদ্ধ আওয়ামী কর্মীদের ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৩ নভেম্বর, ২০২৫

রাস্তায় গাছ ফেলে নিষিদ্ধ আওয়ামী কর্মীদের ঢাকা–খুলনা মহাসড়ক  অবরোধ

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোরে পূর্ব ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে তারা ভাঙ্গার শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা–খুলনা মহাসড়ক অবরোধ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৬টার দিকে শুয়াদী পাম্পের পাশে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেন দলটির নেতাকর্মীরা। এতে মহাসড়কের দুই পাশে শতাধিক যানবাহন আটকে পড়ে এবং যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েন।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভোর থেকেই কয়েকজন নেতা-কর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন। পরে আরও অনেকে যোগ দিলে পুরো রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। এতে এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সময় ঢাকামুখী কয়েকটি অ্যাম্বুলেন্স ফেরত পাঠানো হলেও, রোগী থাকা অ্যাম্বুলেন্সগুলোকে যেতে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরে তারা অবরোধ তুলে নেন এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

সূত্র: টিবিএস

সিটিজিপোস্ট/জাউ

ক্যাটাগরি:
জাতীয়