ডাকসুতে উৎসবমুখর পরিস্থিতে ভোটগ্রহণ চলছে । আজ (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। এরপর ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয় এবং ৮টা ১০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চলবে।
ডাকসুর এবারের নির্বাচনে মোট ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। অন্তত ১০টি প্যানেলের পাশাপাশি স্বতন্ত্রভাবেও অনেকে লড়ছেন। একই সঙ্গে প্রতিটি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে নির্বাচন হচ্ছে, যেখানে অংশ নিচ্ছেন ১ হাজার ৩৫ জন প্রার্থী। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।
নির্বাচন পদ্ধতিতে নতুনত্ব
এবার ভোটকেন্দ্রগুলোকে আবাসিক হলের বাইরে আনা হয়েছে। সাংবাদিকদের সামনে ব্যালট বাক্স সিলগালা করা হয়েছে এবং ভোটগণনা এলইডি স্ক্রিনে প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে।
ডাকসু ও হল সংসদের ভোটগ্রহণ হচ্ছে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটের ব্যালটে। ব্যালটে থাকবে ব্যালট নম্বর, প্রার্থীর নাম এবং ক্রস চিহ্ন দিয়ে ভোট দেওয়ার জায়গা।
দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য এবারই প্রথম ব্রেইল ব্যালট পেপারের ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। চাইলে তারা অন্যের সহায়তায় ওএমআর ব্যালটেও ভোট দিতে পারবেন।
এবারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এমন এক প্রেক্ষাপটে, যখন ক্যাম্পাসে কোনো ছাত্র সংগঠনের একক আধিপত্য নেই। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের দাপটও দেখা যাচ্ছে না, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে অনেকটাই নজিরবিহীন। ফলে এককভাবে কোনো প্রার্থী বা প্যানেলকে বড় ব্যবধানে এগিয়ে থাকবে না বলে ধারণা করা হচ্ছে ।
৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এ অভিযোগ করেন। প্রার্থীরা দাবি জানান, তাঁদের সামনে কেন্দ্রটির ভোটগণনা করা হোক। তবে প্রশাসন এ দাব...
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান ন...