আগামীকাল (সোমবার) ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। দীর্ঘ বিরতির পর ১৯৯০ সালের পর ২০১৯ সালে সর্বশেষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
এবারের নির্বাচনকে ঘিরে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ডাকসু ও হল সংসদ মিলিয়ে মোট ১২৫ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ডাকসুতে ৬০ জন এবং হল সংসদে ৬৫ জন প্রার্থী রয়েছেন।
চট্টগ্রামের নারী শিক্ষার্থীরাও এবারের ডাকসু নির্বাচনে পিছিয়ে নেই। ডাকসু ও হল সংসদ মিলে চট্টগ্রামের মোট ১২ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়ছেন চট্টগ্রামের ছাত্রী উমামা ফাতেমা। ভিপি পদে তাঁর জয়ের সম্ভাবনাও বেশ আলোচিত হচ্ছে।
ফলে এবারের ডাকসু নির্বাচনে চট্টগ্রামের নারী প্রার্থীরা দিচ্ছেন ভিন্নমাত্রার উপস্থিতি, যা নিয়ে সংশ্লিষ্ট মহলে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। নারী প্রার্থীদের নিয়ে ছিলো সিটিজি পোস্টের বিশেষ প্রতিবেদন।
সিটিজি পোস্টের পাঠকদের জন্য উমামা ফাতেমার ফেসবুক পোস্টে হুবহু নিম্নে তুলে ধরা হলো:
অবশেষে ডাকসুর প্রচারণা শেষ হলো। প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, এই ১২ টা দিনের বহু আগে থেকে এই বিশ্ববিদ্যালয়কে একটা দলীয়করণমুক্ত ও একাডেমিক ক্যাম্পাস বানানোর জন্যে কত শত দিন পার করেছি।
ক্যাম্পাসে আসার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমি উমামা ফাতেমা লড়াই করেছি সবসময়। এবারের ডাকসু একটা উৎসবের আমেজ বয়ে এনেছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের কাছে যেয়ে তাদের কথাগুলো শোনার চেষ্টা করেছি। তারা এই বিশ্ববিদ্যালয় নিয়ে কীভাবে স্বপ্ন দেখে, এই দেশকে তারা কীভাবে গড়ে তুলতে চায় এবং সর্বোপরি বিশ্ববিদ্যালয়কে নিয়ে তাদের চাওয়া পাওয়ার জায়গা গুলো খুব কাছ থেকে বোঝার চেষ্টা করেছি। দিন-রাত পরিশ্রম করে, অনেক পরিকল্পনা করে ইশতেহার সাজিয়ে সেগুলো নিয়ে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে গিয়েছি। আমি জানিনা আমি কতটুকু পেরেছি, তবে আমি চেষ্টা করেছি আমার ভাইবোন দের কথা গুলো শুনতে, তাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে তাদেরই একজন হয়ে উঠতে। ব্যক্তিগতভাবে মেয়েদের প্রতিটি হলের রুমে রুমে যাওয়ার চেষ্টা করেছি। যদিও শেষে দুইটা হলের পুরোটা কভার করতে পারিনি। চেষ্টা করেছি মেয়েদের কাছে গিয়ে তাদের কথাগুলো শুনতে। আমাদের ইশতেহারেও মেয়েদের দাবি দাওয়াগুলোর প্রতিফলন ঘটেছে।
আমি বিশ্বাস করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ৯ তারিখ দলে দলে ভোট দিতে আসবে এবং তাদের সুবিবেচনা দিয়ে যোগ্য প্রার্থীদেরকে বেছে নিবে যারা এই বিশ্ববিদ্যালয়ে গুপ্ত রাজনীতি,লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি, দলীয় সন্ত্রাস, চাঁদাবাজি ইত্যাদির বিরুদ্ধে লড়াই করে এই বিশ্ববিদ্যালয়কে একটা গতিশীল ও আধুনিক ক্যাম্পাসে রুপান্তর করতে চায়।
আমি উমামা ফাতেমা। আমি আপনাদেরই একজন। আমার জন্যে দোয়া করবেন যেন আমি আপনাদের জন্যে কাজ করার সুযোগ পেতে পারি।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এ অভিযোগ করেন। প্রার্থীরা দাবি জানান, তাঁদের সামনে কেন্দ্রটির ভোটগণনা করা হোক। তবে প্রশাসন এ দাব...
৯ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান ন...