চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনির্মিত ছাত্রহল মুক্তিযোদ্ধা হলে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে ভোগান্তিতে পড়েছেন সেখানকার আবাসিক শিক্ষার্থীরা।
জানা যায়, চলতি বছরের ২৯ জুন হল বরাদ্দ সংক্রান্ত বিজ্ঞপ্তির পর জুলাই মাস থেকেই শিক্ষার্থীরা নবনির্মিত এই হলে উঠা শুরু করেন। কিন্তু হল চালু হওয়ার দেড় মাস পার হলেও এখনো চালু হয়নি ডাইনিং ব্যবস্থা। হলে নেই নিরাপদ খাবার পানি, সংযোগ দেওয়া হয়নি ইন্টারনেট। নাস্তার জন্য শিক্ষার্থীদের নির্ভর করতে হচ্ছে অন্য হলগুলোর ক্যান্টিনের উপর। এছাড়া, হলে সিসিটিভি ক্যামেরা না থাকায় নিরাপত্তা নিয়েও রয়েছে শিক্ষার্থীদের অভিযোগ।
বর্তমানে প্রায় ৫০০ এর অধিক শিক্ষার্থী মুক্তিযোদ্ধা হলে অবস্থান করলেও প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাবে শিক্ষার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন বলে জানা গেছে।
উক্ত হলের আবাসিক শিক্ষার্থী পুরকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ আহামেদ বলেন, "বর্তমানে পানির জন্য আমাদের অনেক কষ্ট করতে হচ্ছে, বিশেষ করে আবহাওয়া খারাপ থাকলে সমস্যা আরও বেড়ে যায়। হঠাৎ করে পানি প্রয়োজন হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করাও বেশ কঠিন। এছাড়া, হলের ক্যান্টিন চালু না থাকায় নাস্তার জন্য অন্য হলে যেতে হচ্ছে, যা আমাদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য অসুবিধাগুলো কোনোভাবে ম্যানেজ করা গেলেও বিশুদ্ধ পানির সংকট এবং ক্যান্টিনের অনুপস্থিতি আমাদের সবচেয়ে বেশি ভোগাচ্ছে।"
হলে অবস্থানরত আরেক শিক্ষার্থী তড়িৎ ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র এম এ সাঈদ জানান, "হলে ইন্টারনেট সংযোগ না থাকায়, আমাদের ব্যক্তিগতভাবে ইন্টারনেট ব্যবহার করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। পাশাপাশি, হলে সিসিটিভি ক্যামেরা না থাকায় নিরাপত্তার দিকটি নিয়েও চিন্তা করা লাগে। আমরা আশা করি, প্রশাসন দ্রুত এসব সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন।
সরজমিনে গিয়ে দেখা যায় এসব সমস্যার পাশাপাশি এই হলের অনেক কক্ষে খাট, চেয়ার, টেবিলের মত প্রয়োজনীয় আসবাবপত্রেরও ঘাটতি রয়েছে। পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সৌম্যজ্যোতি রায় রোহিত বলেন, "অন্যান্য সমস্যাগুলোর পাশাপাশি আমাদের রুমে এখনো খাট, টেবিলের মতো প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়নি। এজন্য পড়াশোনা করতে অনেক সমস্যা হচ্ছে। রিডিং রুমেও ঠিকমতো বসার জায়গা পাওয়া যায় না।"
এসব সমস্যা সমাধানের ব্যাপারে প্রশাসন কি ভাবছে তা জানতে চাইলে উক্ত হলের প্রভোস্ট অধ্যাপক ড. বিপুল চন্দ্র মণ্ডল বলেন, "নতুন হল হিসেবে এখানে বেশ কিছু সমস্যা রয়েছে। আশা করি, এক দেড়মাসের মধ্যেই ডাইনিং চালু হবে। ডাইনিং এর আগেই আমরা চেষ্টা করছি সিসিটিভি স্থাপন করার। কারণ এই হলের নিরাপত্তাটা গুরুত্বপূর্ণ। অন্যান্য হলের চেয়ে অপেক্ষাকৃত ভালো মানের পানি সরবারহের ব্যবস্থাও করা হচ্ছে। দ্রুততম সময়ের মধ্যেই এই সেবা দৃশ্যমান হবে।
তিনি আরো বলেন, "ওয়াইফাইয়ের জন্য আমাদের হল বিডিরেন এর তালিকাভূক্ত হয় নাই। সেজন্য অন্যান্য হলের মত আমাদের হলে এই সেবা দেয়া সম্ভব হচ্ছে না। হলের দশটি জায়গায় ওয়াইফাই এর ব্যবস্থা করা হয়েছে যদিও তা যথেষ্ঠ নয়। তবে এর কাজ চলছে। আর শুরু থেকেই শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সামগ্রী খাট,টেবিল এসব পর্যাপ্ত ছিল না। মাত্র ৪৮ টি খাট ছিল। আশা করি দেড়-দুমাসের মধ্যেই ২৩ ব্যাচ পর্যন্ত সবার রুমে খাট দিয়ে দেয়া সম্ভব হবে। প্রশাসন সব সমস্যা মাথায় রেখেই দ্রুততম সময়ে সমাধানের চেষ্টা করছে।
উল্লেখ্য, নির্মাণাধীন হওয়ার কারণে মুক্তিযোদ্ধা হলে শিক্ষার্থীদের সিট বরাদ্দ দেওয়ার সময় ৩ টি সেবার ক্ষেত্রে অপারগতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেগুলো হলো ডাইনিং সুবিধা, ইন্টারনেট ও খাবার পানির ব্যবস্থা। তবে ২০২০ সালে শুরু হওয়া হলের কাজ কেন এখনো সম্পন্ন হচ্ছেনা বা দেড় মাস পেরিয়ে গেলেও কেন এখনো এসব সুবিধা দেওয়া সম্ভব হয় নি তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। অপরদিকে প্রশাসন বলছে, শীঘ্রই সমাধান করা হবে এ সকল সমস্যার।
সিটিজি পোস্ট/ এসএইচএস
৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুতে উৎসবমুখর পরিস্থিতে ভোটগ্রহণ চলছে । আজ (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। এরপর ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয় এবং ৮টা ১০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চ...
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুতে উৎসবমুখর পরিস্থিতে ভোটগ্রহণ চলছে । আজ (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। এরপর ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয় এবং ৮টা ১০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্প...