চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিরাপদ ক্যাম্পাসসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চবি শাখা।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় চাকসু ভবনের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার, প্রশাসনিক ভবন, শহিদ মিনার হয়ে জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তাদের ৫ দফা দাবি সমূহ হল, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার, বিচার বিভাগীয় তদন্ত, আহতদের উন্নত চিকিৎসা, শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা এবং নিরাপদ ক্যাম্পাস।
এসময় নেতাকর্মীদের 'হাসপাতালে মরছে ভাই, প্রশাসন জবাব চায়', আমরা ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না', 'নিরাপদ ক্যাম্পাস, দিতে হবে দিয়ে দাও,' ' এই মূহুর্তে দরকার, সন্ত্রাসীদের গ্রেফতার,' শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে দেখা গেছে।
এসময় চবি শাখা শিবিরের অর্থ সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্জালনায় উপস্থিত ছিলেন, শাখা সভাপতি মোহাম্মদ আলী, মহানগর শিবির সভাপতি ইব্রাহিম হোসেন রনি, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, প্রচার সম্পাদক ইসহাক ভূঁঞা, শিক্ষা সম্পাদক মোনায়েম শরীফসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
সমাবেশে শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, "প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যথাযথ পদক্ষেপ নিতে পারেনি। ৩০ ও ৩১ আগস্টের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উস্কানিদাতা, নির্দেশদাতারা এখনও গ্রেফতার করা হয়নি। আমরা আগে থেকেই বলে আসছি বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের উন্মোচন করতে হবে। পাশাপাশি শতভাগ আবাসন, আহতদের উন্নত চিকিৎসা ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করতে হবে।"
কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ইব্রাহিম হোসেন রনি বলেন, "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৮ হাজার শিক্ষার্থীর দাবি হচ্ছে নিরাপদ ক্যাম্পাস চাওয়া। আমরা বারবার বলে আসছি বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে হবে। আপনারা যদি আমাদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হন তাহলে আপনারা অতিসত্বর পদত্যাগ করেন। যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবির নিয়ে সমালোচনা করেন আপনারা আগে নিজেরা নিজেদের আত্মসমালোচনা করুন।"
তিনি আরও বলেন, "এই ক্যাম্পাসের কোন ছাত্র অথবা ছাত্রী যদি আক্রমণের শিকার হয় তাহলে আমরা চবি শিবির তার পাশে দাড়াবো। এমনকি এই ক্যাম্পাসের একজন রিকসাওয়ালাও যদি আক্রমনের শিকার হয় আমরা তারপাশে দাড়াবো। যারাই ষড়যন্ত্র করেন তাদেরকে আমরা হুশিয়ার করে দিতে চাই সাবধান হয়ে যান।"
মোহাম্মদ পারভেজ বলেন, "আমরা বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়াশোনা করতে। আমরা এখানে মারামারি করতে আসেনি। কিন্তু আমাদের ভাইদের উপর যারা সন্ত্রাসী আক্রমণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদেরকে এখনও বিচারের আওতায় আনতে পারেননি। আমরা এখান থেকে জানান দিতে চাই, যদি সুষ্ঠু বিচার না পাই তাহলে আপনাদের শান্তিমত পদত্যাগও করতে দিব না। আমাদের নিরাপদ ক্যাম্পাস দিতে এবং সন্ত্রাসীদের বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার করতে হবে।"
সিটিজি পোস্ট/ এসএইচএস
৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এ অভিযোগ করেন। প্রার্থীরা দাবি জানান, তাঁদের সামনে কেন্দ্রটির ভোটগণনা করা হোক। তবে প্রশাসন এ দাব...
৯ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান ন...