ডাকসু নির্বাচন-২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা।
আজ মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাঁরা টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান নিয়ে এ অভিযোগ করেন। প্রার্থীরা দাবি জানান, তাঁদের সামনে কেন্দ্রটির ভোটগণনা করা হোক। তবে প্রশাসন এ দাবিতে সাড়া দেয়নি।
কারচুপির অভিযোগ তুলতে গিয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে উত্তেজনা সৃষ্টি করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তাঁর সাথে যোগ দেন গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা ও স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল ইসলাম। এ সময় ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ সংগঠনের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন।
অভিযোগকারীরা জানান, টিএসসি কেন্দ্রে ভোটগণনা দেখানোর জন্য স্থাপন করা এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স প্রদর্শন করা হচ্ছে না। তাই তাঁরা ভেতরে গিয়ে সরাসরি ভোটগণনা দেখতে চাইলে প্রশাসন বাধা দেয়। আধা ঘন্টারও বেশি সময় ধরে টিএসসি কেন্দ্রের সামনে অবস্থান করেও ভেতরে প্রবেশের সুযোগ না পেয়ে একপর্যায়ে তাঁরা টিএসসি থেকে মিছিল বের করে সিনেট ভবনের দিকে যান। এ সময় তাঁদের ‘ভোট চোর ভোট চোর, জামায়াত শিবির ভোট চোর’ স্লোগান দিতে শোনা যায়।
সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, “আমরা শুনেছি শিবিরের প্রার্থীরা বিভিন্ন ভোটকেন্দ্রে গিয়ে ভোটগণনা প্রত্যক্ষ করছেন। কিন্তু আমরা কেন পারব না? তাহলে প্রশাসনের ওপর আমরা কীভাবে বিশ্বাস করব? বিভিন্ন জায়গায় কারচুপির অভিযোগ উঠেছে। প্রশাসন কী করতে চাইছে, সেটি আমরা বুঝতে পারছি না।”
এ সময় টিএসসি কেন্দ্রের সামনে স্থাপিত এলইডি স্ক্রিনটি বন্ধ অবস্থায় দেখা যায়। পরে কয়েকজনকে সেটি চালু করার চেষ্টা করতে দেখা যায়। রাত পৌনে আটটার দিকে অবশেষে স্ক্রিনটি চালু হয়।
সিটিজি পোস্ট /এমসি
৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুতে উৎসবমুখর পরিস্থিতে ভোটগ্রহণ চলছে । আজ (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। এরপর ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয় এবং ৮টা ১০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মোট ৮১০টি বুথে ভোটগ্রহণ চ...
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৮ সেপ্টেম্বর, ২০২৫
৯ সেপ্টেম্বর, ২০২৫
ডাকসুতে উৎসবমুখর পরিস্থিতে ভোটগ্রহণ চলছে । আজ (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৮টায় সাংবাদিকদের সামনে ভোটের বাক্স সিলগালা করা হয়। এরপর ৮টা ৭ মিনিট থেকে ভোটারদের প্রবেশ করতে দেওয়া হয় এবং ৮টা ১০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্প...