সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর চিকিৎসা নিয়ে বিকেলে বোর্ড মিটিং
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ১৭ আগস্ট, ২০২৫

সংস্কৃতি উপদেষ্টা ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর চিকিৎসা নিয়ে আজ রোববার (১৭ আগস্ট) বিকেল ৩টায় চিকিৎসকদের বোর্ড মিটিং বসবে। দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে এই তথ্য জানিয়েছেন ফারুকীর স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
পোস্টে তিনি উল্লেখ করেন, বিকেলের বোর্ড মিটিংয়ের পর চিকিৎসার পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে। একই সঙ্গে তিনি অনুরোধ জানান, নির্ভরযোগ্য সূত্র ছাড়া অন্য কোনো তথ্য দেখে বিভ্রান্ত না হতে।
প্রসঙ্গত, শনিবার কক্সবাজারে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা সরয়ার ফারুকী। পরে রাতে তাকে একটি হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।




