যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি-সমাবেশ
রাঙামাটি প্রতিনিধি | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৭ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জেলা যুবদলের উদ্যোগে শহরের পৌরসভা চত্বর থেকে র্যালিটি শুরু হয়।
র্যালিটি শহরের কাঁঠালতলী, বনরূপা সহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী সভাপতিত্ব করেন। এতে সাধারণ সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন যৌথভাবে সঞ্চালনা করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন। আরও বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. ইউছুপ, পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, পৌর যুবদলের আহ্বায়ক সিরাজুল মোস্তফা, সদর থানা যুবদলের আহ্বায়ক মো. আনোয়ার প্রমুখ।

বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও যুবদল প্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরে বলেন, দেশের ভবিষ্যৎ গঠনে যুবদলকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারা আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় ঐক্য বজায় রাখা এবং সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে।
সিটিজিপোস্ট/জাউ
.jpg&w=3840&q=75)



.png&w=3840&q=75)