চট্টগ্রামের সাতকানিয়া থেকে ভিক্ষুক সেজে চুরি করা তসলিমা আক্তার (৪৮) নামে এক নারীকে চোরাই মালামাল ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
সোমবার (২৫ আগস্ট) রাতভর অভিযান চালিয়ে সাতকানিয়া থানার কালিয়াইশ ইউনিয়নের পূর্ব কাঠগড় বাদশা বাপের বাড়ির ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তসলিমা ওই এলাকার মৃত জয়নাল আবেদীনের স্ত্রী। তিনি ভিক্ষুক সেজে বিভিন্ন এলাকায় চুরি করতেন বলে জানিয়েছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গত ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ স্টেশনে মুনস্টার নামক দোকানের সামনে প্রবাসীর স্ত্রী খাদিজাতুল কোবরা রাফি বাসের জন্য অপেক্ষা করছিলেন। এসময় ভিক্ষুক বেশে কয়েকজন তাদের কাছে আসে। তাদের একজন উপস্থিত এক মহিলাকে উসকানিমূলক কথা বলে ক্ষেপিয়ে দেয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তসলিমা সুকৌশলে রাফির ব্যাগের চেইন খুলে প্রায় ২ ভরি ওজনের স্বর্ণালঙ্কার (২ জোড়া কানের দুল ও একটি আংটি) নিয়ে পালিয়ে যায়।
২৫ আগস্ট ভুক্তভোগী অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা করলে পুলিশ তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার বাসা থেকে ৪ লাখ ৫১ হাজার টাকা এবং ৩ ভরি ১১ আনা ২ রত্বি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণালঙ্কারের মধ্যে ৫টি আংটি, ২টি চেইন, ৪ জোড়া কানের দুল ও ২টি নাকফুল রয়েছে। এর মধ্যে একজোড়া দুল ও একটি আংটি ভুক্তভোগী রাফি শনাক্ত করেছেন।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খাঁন বলেন, “অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।”
সিটিজি পোস্ট/ এসএইচএস
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজউল্লাহ্ এ তথ্য জানান। তিনি বলেন, এ আয়োজ...
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১১ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
১০ সেপ্টেম্বর, ২০২৫
১২ সেপ্টেম্বর, ২০২৫
চট্টগ্রামের পটিয়ায় ১ হাজার কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিচ্ছে গাজী কে.ডি ফাউন্ডেশন। আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় পটিয়া সদরের মিনা কনভেনশন হলে "এসএসসি রিসেপশন অ্যাচিভার্স ২০২৫" শীর্ষক এই সংবর্ধনা অনুষ্ঠান হবে।শুক্রবার (১২ সেপ্টেম্বর) সক...