সরকারি কলেজ শ্রেণিবিন্যাস: বৃহত্তর চট্টগ্রামের চিত্র
নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট
প্রকাশিত হয়েছে: ২৫ নভেম্বর, ২০২৫

দেশের সরকারি কলেজগুলোকে মান, শিক্ষার্থীসংখ্যা, অবকাঠামো ও একাডেমিক পরিসর অনুযায়ী ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ চার ক্যাটাগরিতে ভাগ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।
সোমবার(২৫ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ–৫ শাখা এ তালিকা প্রকাশ করে। নতুন এই শ্রেণিবিন্যাসে বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের (চট্টগ্রাম–কক্সবাজার–পার্বত্য চট্টগ্রাম) এর বেশ কিছু কলেজ উল্লেখযোগ্যভাবে স্থান পেয়েছে।
‘এ’ ক্যাটাগরি
৮১টি ‘এ’ ক্যাটাগরির কলেজের তালিকায় বৃহত্তর চট্টগ্রাম থেকে জায়গা পেয়েছে পাঁচটি কলেজ:
চট্টগ্রাম কলেজ
সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজ
সরকারি সিটি কলেজ
পটিয়া সরকারি কলেজ
কক্সবাজার সরকারি কলেজ
‘বি’ ক্যাটাগরি
‘বি’ ক্যাটাগরিতে রয়েছে ৭৪টি কলেজ, যেখানে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে ৪ থেকে ৮ হাজার এবং অনার্সের বিষয় ৫টির বেশি। এই তালিকায় স্থান পেয়েছে চট্টগ্রামের চার, কক্সবাজারের এক কলেজ :
সরকারি কমার্স কলেজ
সাতকানিয়া সরকারি কলেজ
চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ
হাটহাজারী সরকারি কলেজ
চকরিয়া ডিগ্রি কলেজ
‘সি’ ক্যাটাগরি: সর্বাধিক কলেজ এই তালিকায়
বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে বেশি কলেজই ‘সি’ ক্যাটাগরিতে। এগুলো হলো:
স্যার আশুতোষ সরকারি কলেজ
টিচার্স ট্রেনিং কলেজ
গাছবাড়ীয়া সরকারি কলেজ
সরকারি হাজী আব্দুল বাতেন কলেজ
রাঙ্গুনিয়া কলেজ
রাউজান সরকারি কলেজ
নিজামপুর সরকারি কলেজ
ফটিকছড়ি সরকারি কলেজ, চট্টগ্রাম
আলাওল ডিগ্রি কলেজ
আনোয়ারা কলেজ
চুনতি মহিলা ডিগ্রি কলেজ
সরকারি আশেকানে আউলিয়া ডিগ্রি কলেজ
কক্সবাজার সরকারি মহিলা কলেজ
রামু ডিগ্রি কলেজ
টেকনাফ সরকারি ডিগ্রি কলেজ
রামগড় সরকারি কলেজ, খাগড়াছড়ি
নানিয়ারচর সরকারি কলেজ, রাঙামাটি
‘ডি’ ক্যাটাগরি: উচ্চমাধ্যমিক পর্যায়ে সীমাবদ্ধ কলেজগুলো
চট্টগ্রাম সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
বাকলিয়া সরকারি কলেজ,
কুতুবদিয়া সরকারি কলেজ
মহেশখালী সরকারি মহিলা কলেজ
উখিয়া সরকারি মহিলা কলেজ
গুইমারা সরকারি কলেজ, খাগড়াছড়ি
রুমা সাঙ্গু সরকারি কলেজ, বান্দরবান
সরকারি কলেজগুলোর এ নতুন শ্রেণিবিন্যাস বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও মানোন্নয়নের দিকনির্দেশনা দিয়েছে। বৃহত্তর চট্টগ্রাম অঞ্চলের কলেজগুলো চার ক্যাটাগরিতেই উল্লেখযোগ্যভাবে স্থান পেলেও, ‘সি’ এবং ‘ডি’ ক্যাটাগরিতে থাকা প্রতিষ্ঠানগুলোর মানোন্নয়ন এখন সময়ের দাবি বলে মনে করছেন শিক্ষা বিশেষজ্ঞরা।
সিটিজিপোস্ট/এমএইচডি




