শারদীয় দুর্গোৎসবের নবমী উপলক্ষে উত্তর চান্দগাঁও কুয়াইশ সর্বজনীন দুর্গাবাড়ি মণ্ডপে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম অঞ্চলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন এনসিপি কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চল তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। তিনি পূজামণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন এবং উৎসবের নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।
জোবাইরুল হাসান আরিফ বলেন, "বাংলাদেশে সব ধর্ম-বর্ণের মানুষ মিলেমিশে উৎসব পালন করে, এটাই আমাদের সম্প্রীতির ঐতিহ্য। পূজার নিরাপত্তা ও সুষ্ঠু আয়োজনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা চাই, প্রত্যেকে যেন নির্ভয়ে, আনন্দমুখর পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে।"
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের সদস্য ও সাধারণ সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন। পরে এনসিপি নেতারা চান্দগাঁও থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় করেন।
সিটিজিপোস্ট/ এসএইচএস
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে প্যানেলটি।উক্ত সংবাদ সম্মেলনে লিখিত ইশতেহার পাঠ করেন প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী সাজ্জাদ হো...
৮ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৭ অক্টোবর, ২০২৫
৬ অক্টোবর, ২০২৫
৮ অক্টোবর, ২০২৫
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনকে সামনে রেখে আট দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত প্যানেল। বুধবার (৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে বিকাল সাড়ে তিনটায় এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করে ...