কক্সবাজারের মহেশখালীতে পাহাড়ি এলাকায় আবারও অবৈধ অস্ত্র তৈরির চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, গহীন পাহাড়ে ভ্রাম্যমাণ কারখানায় দেশীয় অস্ত্র তৈরি ও প্রশিক্ষণ চলছে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কয়েকটি ভিডিওতে স্থানীয় ডাকাতরা বিভিন্ন ধরনের অস্ত্র প্রদর্শন ও অস্ত্র সরবরাহের বিষয়ে কথোপকথন করতে দেখা যায়।
সূত্র জানায়, উপজেলার কালারমারছড়া, শাপলাপুর ও বড় মহেশখালীর বিভিন্ন পাহাড়ি এলাকায় নতুন করে অস্ত্র তৈরির কারখানা গড়ে উঠেছে। এসব স্থানে অস্ত্রধারীদের হাতে বন্দুক নিয়ে মহড়া দিতেও দেখা গেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়—কালারমারছড়ার আনসার নামের এক ব্যক্তি পাহাড়ে তৈরি বিভিন্ন দেশীয় অস্ত্র আরেক ডাকাত তারেককে ভিডিও কলে দেখাচ্ছে। ওই সময় অস্ত্র সংগ্রহ, ডাকাতি ও আত্মগোপন নিয়ে তাদের আলাপও শোনা যায়। পরে ওই ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ঘটনার পর পুলিশ কালারমারছড়া এলাকায় অভিযান চালিয়ে সন্ত্রাসী তারেকের বড় ভাই উকিল আহমেদকে গ্রেপ্তার করে। তবে মূল অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ রয়ে গেছে।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল হক বলেন, অস্ত্র কারিগর ও সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য টহল জোরদার করা হয়েছে। মূল স্পটে খবর পেলে অভিযান চালানো হবে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন জানান, অস্ত্র ব্যবসায়ী ও সন্ত্রাসীদের ধরতে পুলিশ তৎপর রয়েছে। স্থানীয়রা সহযোগিতা করলে ভ্রাম্যমাণ কারখানার বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আহসান হাবিব পলাশ বলেন, মহেশখালীতে নতুন ওসিকে সন্ত্রাসবিরোধী কঠোর পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। অস্ত্রধারী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব।"শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উখিয়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত উখিয়া উপজেলা বিএনপির...
২২ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২১ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২০ আগস্ট, ২০২৫
২২ আগস্ট, ২০২৫
কক্সবাজারের উখিয়া উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, "দ্রুত নির্বাচন না হলে দেশ গভীর সংকটে নিপতিত হবে। একমাত্র নির্বাচিত সরকারের পক্ষেই দেশে স্থিতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভ...