জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা হামলা-সংঘর্ষের ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় গোপালগঞ্জ ছেড়েছেন। বিকেল ৫টার পর দলটির গাড়িবহর জেলা ত্যাগ করে খুলনার কাটাখালির দিকে রওনা হয়।
এ তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বলেন, “আমরা গোপালগঞ্জ শহর ত্যাগ করেছি। এখান থেকে আমরা খুলনার কাটাখালির দিকে যাচ্ছি।”
তিনি জানান, এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ চলমান রয়েছে এবং পরবর্তী কর্মসূচি মাদারীপুরে অনুষ্ঠিত হবে। কাটাখালিতে পৌঁছে তারা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে গণমাধ্যমকে জানাবেন বলেও উল্লেখ করেন।
মুশফিক উস সালেহিন জানান, এনসিপি নেতারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন।
এর আগে গোপালগঞ্জ পৌর পার্কে দুপুরে এনসিপির একটি সভা অনুষ্ঠিত হয়। সভার আগেই সেখানে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০-৩০০ জন স্থানীয় মানুষ লাঠিসোঁটা নিয়ে সমাবেশস্থলে হামলা চালায়। তারা মঞ্চের চেয়ার ভাঙচুর করে এবং ব্যানার ছিঁড়ে ফেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সমর্থক ছিলেন।
তবে হামলার মধ্যেও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম এবং হাসনাত আবদুল্লাহ সহ আরো অনেকে।
সমাবেশ শেষে এনসিপি নেতারা গাড়িতে উঠলে তাদের বহরে পুনরায় হামলা চালানো হয়। ইট-পাটকেল ছোড়া হয় এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাসদস্যরা হামলাকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। তবে তারা পুলিশের গাড়ি ও সেনাবাহিনীর গাড়ির দিকেও ইট-পাটকেল ছোড়ে।
বিকেল ৪টার দিকে নিরাপত্তা নিশ্চিত করতে এনসিপি নেতারা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নেন। এর এক ঘণ্টা পর নিরাপত্তা নিশ্চিত করে তাদের গাড়িবহর জেলা ত্যাগ করে।
সিটিজি পোস্ট/এইচএস
১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি করে তার কোনো ক্ষতি করা যাবে না, তবে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে বড় ধরনের চিড় ধরবে।”বুধবার (১৬ জুলাই) চট্...
১৬ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৫ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
১৪ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান সমালোচনা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি সাঈদ আল নোমান। তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি কর...