বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। ইসি সচিবালয়ের তথ্যমতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নৌকা প্রতীক রেখে দেওয়ার সমালোচনা করে প্রশ্ন তোলেন— “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” তিনি আরও লেখেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন।”
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ বছরের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
তবে, এরপরও ১৩ জুলাই ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, "নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না, পাশাপাশি শাপলা প্রতীক যুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।"
পরবর্তীতে আওয়ামী লীগের প্রতীক নৌকা ওয়েবসাইটে থাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ জানায় এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানায়।
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি থাকছে ১ ও ২ অক্টোবর। এরপর ৩ ও ৪ অক্টোবরের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চারদিন বন্ধে বাড়ি ফেরা ও ভ্রমণ...
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৯ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
১৮ সেপ্টেম্বর, ২০২৫
২০ সেপ্টেম্বর, ২০২৫
যাত্রীদের স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য ঢাকা-কক্সবাজার ও ঢাকা-চট্টগ্রাম রুটে ৪ জোড়া ‘পূজা স্পেশাল’ ট্রেন চালু করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বিরতিহীন এ ট্রেনগুলো চলবে।রেলওয়ে সূত্রে জানা যায়, পূজার সরকারি ছুটি...