বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হওয়ায় দলটির ‘নৌকা’ প্রতীক নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। ইসি সচিবালয়ের তথ্যমতে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে।
এর আগে মঙ্গলবার রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নৌকা প্রতীক রেখে দেওয়ার সমালোচনা করে প্রশ্ন তোলেন— “অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন?” তিনি আরও লেখেন, “সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে আপনারা এই গণঅভ্যুত্থানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন।”
গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এ বছরের ১২ মে সরকার আনুষ্ঠানিকভাবে দলটির সব রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে। এরপর নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে।
তবে, এরপরও ১৩ জুলাই ইসি কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, "নিবন্ধন স্থগিত হলেও নৌকা প্রতীক তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে না, পাশাপাশি শাপলা প্রতীক যুক্ত হচ্ছে না বলেও জানান তিনি।"
পরবর্তীতে আওয়ামী লীগের প্রতীক নৌকা ওয়েবসাইটে থাকা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিবাদ জানায় এবং নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে প্রতীকটি বাদ দেওয়ার দাবি জানায়।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে সহিংস হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জেলার উপর কারফিউ জারি করেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সহিংসত...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে সহিংস হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সক...