গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পূর্বঘোষিত কর্মসূচি ‘মার্চ টু গোপালগঞ্জ’ শেষে ফেরার পথে গাড়িবহর ও কেন্দ্রীয় নেতাদের ওপর সশস্ত্র হামলার ঘটনায় চট্টগ্রামসহ সারাদেশে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ঘটনার প্রতিবাদে আজ বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর ২ নম্বর গেইট এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেছে এনসিপির চট্টগ্রাম মহানগর নেতারা।
বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মিডিয়া সেলের মুখপাত্র আরফাত আহমেদ রনি।
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ এবং ইমন সৈয়দ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বিবৃতিতে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।
সূত্রে জানা গেছে, পূর্বঘোষিত সমাবেশ শেষে ফেরার সময় এনসিপির গাড়িবহর হামলার শিকার হয়। হামলাকারীরা সমাবেশের মঞ্চে অগ্নিসংযোগ করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়া হয়, তবে সহিংসতা পুরোপুরি থামানো যায়নি।
এনসিপি নেতাদের অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাই এ হামলার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত।
ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে। আজকের হামলা সেই ষড়যন্ত্রেরই অংশ।" তিনি হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এনসিপির গাড়িবহর ও নেতাদের ওপর হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তার পোস্টের শিরোনাম ছিল ‘গোপালগঞ্জে কী হচ্ছে?’
পোস্টে তিনি লেখেন, “গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার।”
তিনি আরও বলেন, “এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, কার্যত মাঠে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।”
এদিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে বলেন, “গোপালগঞ্জের ঘটনা প্রমাণ করে ফ্যাসিবাদ এখনো নির্মূল হয়নি। আমাদের সহযোদ্ধাদের ওপর হামলা মেনে নেওয়া হবে না।" তিনি ফ্যাসিবাদবিরোধী আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
সবশেষ পাওয়া খবরে জানা গেছে, হামলার মুখে এনসিপির অনেক নেতা-কর্মী গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে গোপালগঞ্জ শহর ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
এদিকে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতাদের ওপর হামলার প্রতিবাদে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
এক বিবৃতিতে তারা জানিয়েছে, সারা দেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব ইউনিটকে স্থানীয় ছাত্রসংগঠন, রাজনৈতিক দলসহ সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে ব্লকেড কর্মসূচি পালনের আহ্বান জানানো যাচ্ছে।
সিটিজিপোস্ট/এসএমএফ
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম জানান, "কক্সবাজার থেকে চিংড়িপোনা চট্টগ্রামে আনার সংবাদ পাওয়ার ভিত্তিতে ফকিরনীর হাট এলাকায় তল্লাশি চা...
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
২৩ আগস্ট, ২০২৫
কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার থেকে ট্রাকভর্তি প্রায় ৫ লাখ টাকার ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল হালিম ...