বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে—মির্জা আব্বাস

সিটিজি পোস্ট প্রতিবেদক

নিউজ ডেস্ক | সিটিজি পোস্ট

প্রকাশিত হয়েছে: ১৫/৭/২০২৫, ২:১৮:৫১ PM

বিএনপির বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ চলছে—মির্জা আব্বাস

পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যা মামলায় গ্রেপ্তারকৃত মাহিন নামের যুবককে ঘিরে রাজনৈতিক বিতর্ক নতুন মোড় নিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন, মাহিনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ছবি রয়েছে, অথচ বিএনপির ঘাড়ে দায় চাপানোর চেষ্টা চলছে।


সোমবার (১৪ জুলাই) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

মির্জা আব্বাস বলেন, “এই ঘটনায় মাহিন নামের যে ছেলেটি ধরা পড়েছে, তার সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের ছবি রয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলছি—এই ছেলের সঙ্গে ওদের (এনসিপি) সম্পর্কের প্রমাণ আছে। অথচ পরিকল্পিতভাবে বিএনপিকে ঘায়েল করার জন্য এসব ভিডিও সামনে আনা হচ্ছে।”

তিনি দাবি করেন, সোহাগ হত্যাকাণ্ড ছিল সম্পূর্ণ ‘পরিকল্পিত’ এবং এর মাধ্যমে বিএনপিকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে। “কিন্তু এতে বিএনপিকে ফাঁদে ফেলতে গিয়ে অন্যদের মুখোশ খুলে গেছে,” বলেন তিনি।

সমাবেশে চরমোনাই পীরকে নিয়েও তীব্র মন্তব্য করেন মির্জা আব্বাস। বলেন, “এই লোকটার কোনো ইলম নেই। কোথা থেকে কোরআন-হাদিস পড়েছেন, সেটা জানতে চাই। বিএনপিকে সহ্য করতে পারছেন না, অথচ আওয়ামী লীগকে ঠিকই সহ্য করেছেন।”

জামায়াতে ইসলামীর উদ্দেশে আব্বাস বলেন, “টাকা নিয়েছেন বসুন্ধরা, সিটি গ্রুপ থেকে। একসময় এরশাদের কাঁধে চড়েছেন, পরে আওয়ামী লীগের। এখন লম্বা লম্বা কথা বলেন। মূলত বিএনপিকেই প্রতিপক্ষ ভাবছেন, যেন বিএনপিকে সরিয়ে একক রাজত্ব করা যায়।”

বিএনপি নেতা বলেন, “তারেক রহমানের কোমর এক-এগারোর সময় ভেঙে দেওয়া হয়েছিল দেশের পক্ষে দাঁড়ানোর জন্য। এখন তার জীবন হুমকির মুখে। তবে তিনি সঠিক সময়েই দেশে ফিরবেন এবং দেশকে নেতৃত্ব দেবেন।”

তারেক রহমানকে নিয়ে কটাক্ষকারীদের হুঁশিয়ার করে তিনি বলেন, “তারেক রহমান সম্পর্কে অপবাদ দিলে আমরা কাউকে ছাড় দেব না।”

সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের লক্ষ্য একটাই—২০২৬ সালের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এর ব্যতিক্রম কিছু হবে না।”

তিনি আরও বলেন, “লন্ডনে দলের বৈঠকে তারেক রহমান যখন নিশ্চিত করেন যে এবার নির্বাচন হবে, তখন থেকেই সরকার পক্ষের মাথা বিগড়ে গেছে। যারা তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে কথা বলে, তারা গণতন্ত্র ও দেশের শত্রু।”

ক্যাটাগরি:
রাজনীতি

রাজনীতি ক্যাটাগরি থেকে আরো

সেনা সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

সেনা সহায়তায় গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা

১৬ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা হামলা-সংঘর্ষের ঘটনার পর সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় গোপালগঞ্জ ছেড়েছেন। বিকেল ৫টার পর দলটির গাড়িবহর জেলা ত্যাগ করে খুলনার কাটাখালির দিকে রওনা হয়।এ তথ্য নিশ্চিত করে এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন বলেন...