বুধবার (১৬ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার নিজস্ব ফেসবুক পেজে একটি অডিও ফাইল শেয়ার করেন, যেখানে বিরোধীরা দাবি করছেন—গত বছরের ছেলে–ছাত্রী আন্দোলন দমন করতে নিজ অডিওতে শেখ হাসিনা সরাসরি হেলিকপ্টার থেকে গুলি চালানোর নির্দেশ দিয়েছেন। কাঁধে গুলি ও ‘লেথাল ওয়েপন’ ব্যবহারের স্পষ্ট নির্দেশ (“…ওটা নিয়ে র্যাব‑ডিজিএফআই সবাইকে বলা হয়েছে… যেখানে পাবে সোজা গুলি করবে”) দেওয়া হয়েছে বলে বলা হচ্ছে।
এর আগে, বিবিসি আইয়ের এক অনুসন্ধানে উঠে এসেছে, leaked অর্থাৎ ফাঁস হওয়া অডিওতে শেখ হাসিনা অগ্নিসংযোগ ও কর্মকর্তাদের ‘বলপ্রয়োগে’ অবস্থান নিয়েছেন । ১১ জুলাই ঢাকা আন্তর্জাতিক ক্রিমিনাল ট্রাইব্যুনাল তাদের শুনানির প্রস্তুতি গ্রহণ করেছে, যেখানে এই অডিও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে ।
ব্যাংকক্ভিত্তিক মিডিয়া এবং বিবিসি আই, SCMP, এনডিটিভি ও দ্য বিজনেস ডেইলি প্রতিবেদনে বলা হয়েছে, ১৭–১৮ জুলাই ২০২৪ সালের সেই ফোন কলের সময়ে শেখ হাসিনার কণ্ঠস্বর শোনা গেছে “Wherever they find [them], they will shoot” এমন স্পষ্ট নির্দেশে। ফোরেনসিক বিশ্লেষকরা নিশ্চিত করেন, আলোচিত অডিওতে কোনো ম্যানিপুলেশন নেই এবং এটি সম্পূর্ণ বাস্তব ।
এই অডিও প্রসঙ্গে “লেথাল ওয়েপন” ব্যবহার ও গ্রেনেড ও ফায়ারিংয়ের ঘটনা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচিত হচ্ছে। সাবেক নেত্রী শেখ হাসিনা একে “বিবিসির গবেষণা ভিত্তিক প্রতিবেদন” হিসেবে বর্ণনা করেছেন, যদিও তার পক্ষ থেকে কোনও সম্মতি দেয়া হয়নি ।
নিচে অডিওটির তাদের কথপোপকথনের অডিওটি হুবহু উল্লেখ করা হলো-
শেখ হাসিনা: আমি সেনাপ্রধানের সাথে কথা বলছি, ওরা রেডি থাকবে। ঠিক আছে, এখন তোমরা অন্য ইয়ে খুঁজতেছি, ড্রোন দিয়ে ছবি নিচ্ছি। আর হেলিকপ্টার ইয়ে মানে কয়েক জায়গায়।
ফজলে নূর তাপস: তাহলে কিছু ছবি দেখে পাকড়াও করা যায় না রাতের মধ্যে।
শেখ হাসিনা: সবগুলিকে অ্যারেস্ট করতে বলেছি রাত্রে।
তাপস: হ্যাঁ, পাকড়াও, পাকড়াও করলে ওদের ঠিক হবে।
শেখ হাসিনা: না ওটা বলা হয়ে গিয়েছে, ওটা নিয়ে র্যাব-ডিজিএফআই সবাইকে বলা হয়েছে যে, যে যেখান থেকে যে কয়টা পারো, ফরে ফেলো। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে (ফায়ারিং ) করাচ্ছি, অলরেডি শুরু হইছে কয়েকটা জায়গায়।
তাপস: জি, জি।
শেখ হাসিনা: শুরু হয়ে গেছে।
তাপস: জি, মোহাম্মদপুরে, মোহাম্মদপুর থানার দিকে মনে হয় যাচ্ছে ওরা একটা।
শেখ হাসিনা: মোহাম্মদপুর থানার দিকে?
তাপস: হ্যাঁ।
শেখ হাসিনা: তো ওখানে পাঠায় দিক; র্যাব’রে।
তাপস: জি, আপনার নির্দেশনা লাগবে, উনি এখনো।
শেখ হাসিনা: আমার নির্দেশনা দেওয়া আছে, ওপেন নির্দেশনা দিয়ে দিয়েছি, এখন লেথাল উয়েপন (প্রাণঘাতি অস্ত্র) ব্যবহার করবে, যেখানে পাবে সোজা গুলি করবে।
তাপস: জি, জি।
শেখ হাসিনা: ওদের বলা আছে, আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম। ওই যে স্টুডেন্টরা ছিল, ওদের সেফটির কথা চিন্তা করে।
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে সহিংস হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সকাল ৬টা পর্যন্ত জেলার উপর কারফিউ জারি করেছে।জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক সহিংসত...
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
১৬ জুলাই, ২০২৫
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে সহিংস হামলা ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কয়েক ঘণ্টার সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন বলে বিবিসি বাংলার খবরে জানানো হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে প্রশাসন রাত ৮টা থেকে পরদিন সক...